পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাল দুপুর পর্যন্ত মুকুল রায়কে গ্রেপ্তার না করার নির্দেশ হাইকোর্টের - মুকুল রায়কে গ্রেপ্তার না করার মৌখিক নির্দেশ কলকাতা হাইকোর্টের

সরশুনা থানায় দায়ের হওয়া আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলায় আগামীকাল দুপুর 2 টো পর্যন্ত মুকুল রায়কে গ্রেপ্তার করা যাবে না ৷ আজ মৌখিক নির্দেশ দিল হাইকোর্ট । বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে । আগামীকাল দুপুর 2 টো-র সময় মামলার ফের শুনানি হবে ।

ছবিটি প্রতীকী

By

Published : Aug 28, 2019, 2:53 PM IST

কলকাতা, 28 অগাস্ট : BJP নেতা মুকুল রায়কে আগামীকাল দুপুর 2 টো পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না ৷ নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷

সরশুনা থানায় দায়ের হওয়া আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলায় আগামীকাল দুপুর 2 টো পর্যন্ত মুকুল রায়কে গ্রেপ্তার করা যাবে না ৷ আজ মৌখিক নির্দেশ দিল হাইকোর্ট । বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে । আগামীকাল দুপুর 2 টো-র সময় মামলার ফের শুনানি হবে ।

21 তারিখ এই একই অভিযোগে মুকুল ঘনিষ্ঠ BJP নেতা বাবান ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ ৷ মুকুলের নামেও সরশুনা থানায় FIR রয়েছে । বাবানকে যেদিন পুলিশ গ্রেপ্তার করে সে দিনই মুকুল হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন । বাবানের বিরুদ্ধে অভিযোগ, মুকুল রায়কে দেখিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছিলেন ৷ তাঁকে রেলের একটি প্রকল্পের ইনচার্জ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্ত কিছুই করেননি । সরশুনা থানায় ওই ব্যক্তি তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে, অভিযোগ দায়ের করেন । যার ভিত্তিতে বাবানকে গ্রেপ্তার করে পুলিশ ।

আজ মামলাটি বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চে উঠেছিল ৷ সেখানে রাজ্যের তরফে সরকারি কৌশলি মামলাটির শুনানি আগামীকাল করা হোক বলে আর্জি জানান । এরপর মুকুল রায়ের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "তাহলে আগামীকাল পর্যন্ত আমার মক্কেলকে সুরক্ষা দেওয়া হোক ।" ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবীর সন্মতিতে আগামীকাল পর্যন্ত মুকুল রায়কে গ্রেপ্তার না করার মৌখিক নির্দেশ দেয় ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details