পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CBI Enquiry into Group D Recruitment : গ্রুপ ডি নিয়োগে ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ - গ্রুপ ডি নিয়োগে ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ

এসএসসির গ্রুপ-ডি নিয়োগ মামলায় ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (SSC Group D recruitment Case) ৷

SSC Group D recruitment Case News
গ্রুপ ডি নিয়োগে ফের সিবিআই অনুসন্ধানে নির্দেশ

By

Published : Feb 15, 2022, 1:22 PM IST

Updated : Feb 15, 2022, 2:28 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : গ্রুপ-ডি নিয়োগে ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (CBI Enquiry into Group D Recruitment) ৷ নির্দেশ দেওয়া হয়েছে, আগামিকাল সকাল এগারোটার সময় সিবিআইকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে এসে জানাতে হবে যে তারা এই গ্রুপ-ডি মামলা সংক্রান্ত যাবতীয় নথি পেয়েছে ৷ তাই এদিনই এই মামলার সমস্ত নথি স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে সংগ্রহ করবে সিবিআই ৷

এদিন হাইকোর্ট যে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে তার বিরুদ্ধে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ইতিমধ্যেই বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে আপিল জানালেন ৷ এদিন বিকেল চারটের তার শুনানি রয়েছে ৷

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "গ্রুপ-ডি কর্মচারী নিয়োগের মামলায় কমিটি কেন রিপোর্ট দেয়নি সে ব্যাপারে কিছুই জানায়নি । 2 মাসে তারা এই ব্যাপারে ব্যর্থ । নিজেদের প্রাথমিক রিপোর্ট ও মিটিংয়ের মিনিটস প্রকাশ করতে তাদের কি আটকাচ্ছে ? আমি কমিটিকে ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছি । তাদের আর ক্ষমতা নেই এই ব্যাপারে অনুসন্ধান করার । 2021 সালের 21 নভেম্বর সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলাম । সেটাই ফের দিচ্ছি । ডিআইজি লেভেলের অফিসাররা এই অনুসন্ধান করবেন । কোনও ধরনের টাকার লেনদেন হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হচ্ছে ৷" 2022 সালের 16 মার্চ সিবিআইকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৷

জানা গিয়েছে, মঙ্গলবারই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে যোগাযোগ করবে সিবিআই ৷ আজই সমস্ত নথিপত্র নিজেদের হেফাজতে নেবে তারা ৷ সিআরপিএফকে নির্দেশ দেওয়া হয়েছে কমিটির অফিস নিজের দায়িত্বে নেওয়ার । কাউকে এখান থেকে বেরতে দেওয়া চলবে না ।

আরও পড়ুন : SSC Recruitment Case : গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের

Last Updated : Feb 15, 2022, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details