কলকাতা, 15 ফেব্রুয়ারি : গ্রুপ-সি নিয়োগেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (CBI Enquiry into SSC Group C Recruitment Case) । গ্রুপ-সি'তে 350 জন কর্মচারীর চাকরিও বাতিল করল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এঁদের চাকরি বাতিল করার নির্দেশ দিলেন । এদিনই তিনি গ্রুপ-ডি নিয়োগ মামলাতেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন ৷
নির্দেশে বিচারপতি বলেন, "বোর্ড জানিয়েছে তারা স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পেয়েই নিয়োগ করেছে । কিন্তু স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ওই প্রার্থীদের সুপারিশ তারা দেয়নি । ফলে যেদিন থেকে এই কর্মীরা নিযুক্ত হয়েছেন, সেদিন থেকে তাঁদের পুরো টাকা যেন ফেরত নেওয়া হয় ।" পাশাপাশি তিন সপ্তাহের মধ্যে এই 350 জনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ তাঁরা এতদিন কত টাকা বেতন পেয়েছেন এবং কীভাবে তাঁরা চাকরিতে নিযুক্ত হয়েছিলেন, সে সমস্ত জানানোর নির্দেশ দিয়েছেন ।