কলকাতা, 6 ফেব্রুয়ারি: বধূ নির্যাতন মামলায় অস্বস্তিতে পড়লেন মহম্মদ শামি ৷ এইমুহূর্তে নিউজ়িল্যান্ড সফরে রয়েছেন বাংলার পেসার ৷ তার মধ্যেই মামলার সমস্ত নথি চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট ৷ শামির বিবি হাসিন জাহানের মামলার পরিপ্রেক্ষিতে সিঙ্গল বেঞ্চে বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়েছেন ৷ দু'সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি ।
শামির বিরুদ্ধে মামলার নথি চেয়ে পাঠাল হাইকোর্ট - Hasin jahan
অবিলম্বে মহম্মদ শামি ও তাঁর ভাইকে নোটিস পাঠানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ দু'সপ্তাহের মধ্যে মামলার নথি চেয়ে রাজ্যকেও নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷
2018 সালে মহম্মদ শামির বিরুদ্ধে তাঁর বিবি হাসিন জাহান যাদবপুর থানায় একাধিক অভিযোগ দায়ের করেন । মূলত বিবাহ বহির্ভূত সম্পর্ক ও বধূ নির্যাতনের অভিযোগ ছিল । পাশাপাশি শামির ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন হাসিন জাহান । কিন্তু সেই মামলায় আলিপুর আদালতে হাজির হননি জাতীয় দলের পেসার । জামিনও নেননি ৷ পুলিশ চার্জশিটে তাঁকে পলাতক বলে দেখায় । এরপর 2019 সালের সেপ্টেম্বরে আলিপুর আদালত শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে । কিন্তু পালটা চ্যালেঞ্জ করে শামি রিভিশন ফাইল করেন দায়রা বিচারক আদালতে । দায়রা বিচারক আদালত মামলার তদন্তের উপর পুরোপুরি স্থগিতাদেশ দিয়ে দেন । এর বিরুদ্ধে চলতি মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাসিন জাহান । তাঁর আইনজীবী আশিস কুমার চৌধুরীর বক্তব্য, "কেউ পলাতক অবস্থায় সেশন জজের কাছে আবেদন করতে পারে? দুই পক্ষের বক্তব্য না শুনেই কী করে মামলা চলবে না বলে স্থগিতাদেশ দিয়ে দিয়েন সেশন জজ? আইন সবার জন্য সমান । তিনি একজন ভারতীয় দলের খেলোয়াড় বলে আদালতকে অমান্য করবেন । আর আদালত তাতে সায় দেবে, সেটা কি সম্ভব?"
আজ বিচারপতি জয় সেনগুপ্ত হাসিনের আইনজীবীর বক্তব্য শোনার পর বিস্ময় প্রকাশ করেন । নিম্ন আদালতের নির্দেশের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ অবিলম্বে মহম্মদ শামি ও তাঁর ভাইকে নোটিশ পাঠানোর নির্দেশ দেন তিনি । পাশাপাশি রাজ্যকেও দু'সপ্তাহের মধ্যে আলিপুর আদালতে বিচারাধীন মামলার সমস্ত রেকর্ড হাইকোর্টে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে ।