কলকাতা, 21 ফেব্রুয়ারি: আনিশ খানের মৃত্যুতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের জন্য আদালতের দ্বারস্থ আইনজীবীকে লিখিত বক্তব্য এবং তথ্য নিয়ে দুপুর 2টোয় আসার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজাশেখর মান্থা (HC On Anish Khan Death)। উল্লেখ্য, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিশ খান হত্যাকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে। রাজ্যের বিরোধী সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবিও জানিয়েছে। কারণ, এই মামলায় রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করলে সত্য উদঘাটন হবে না বলেই মনে করছেন তারা।
ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুতে ক্ষোভে ফুটছে হাওড়ার আমতা ৷ যার আঁচ এলাকা ছাড়িয়ে ক্রমে সারা রাজ্যে ছড়িয়েছে পড়ছে৷ ঘটনার প্রতিবাদে রবিবার আমতার বিক্ষোভ দেখায় বাম ছাত্র-যুব সংগঠনগুলি ৷ আমতার কলতলা মোড় থেকে মিছিল করে আমতা থানার দিকে মিছিল করেন বিক্ষোভকারীরা ৷ কিন্তু মাঝপথেই তাঁদের আটকে দেয় পুলিশ ৷ বাধা পেয়ে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই-সহ অন্যান্য বাম ছাত্র-যুব সংগঠনের কর্মীরা ৷ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা ৷ পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিও হয় তাঁদের ৷ আনিশের হত্যাকারীদের পুলিশ আড়াল করতে চাইছে বলেও তাঁদের অভিযোগ ৷