কলকাতা, 27 জুন : শ্যামল সেন কমিশন বন্ধ হওয়ার পর সারদার প্রতারিত আমানতকারীদের টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন আশা তৈরি হল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে । সারদার সমস্ত মামলা হাইকোর্ট পাঠালো বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটির হাতে ৷ একই সঙ্গে সিবিআই (CBI), ইডি (ED), রাজ্য-সহ যত সংস্থার কাছে সারদার যত টাকা ও সম্পত্তি আছে, সেসব তালুকদার কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত (Calcutta High Court Order on Saradha Chit Fund Scam) ।
বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চের নির্দেশ, যে সব সম্পত্তি এখনও বিভিন্ন সংস্থার হাতে আছে ওই কমিটি সেই সব সেবির (SEBI) মাধ্যমে বিক্রি করবে । তারাই আমানতকারীদের টাকা ফেরতে পদক্ষেপ করবে । এর আগে 500 কোটির তহবিল গড়ার ঘোষণা করে শ্যামল সেন কমিটির কাছে রাজ্য 287 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার জন্য দিয়েছিল । আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও অরিন্দম দাস আদালতে বলেছেন, "সেই টাকার মধ্যে 140 কোটি টাকা এখনও পড়ে রয়েছে । ফলে অন্য সংস্থার সঙ্গে রাজ্যও ওই টাকা কমিটির হাতে দিক ।"