পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta High Court : না জানিয়েই ডিভিশন বেঞ্চে পাঠানো হল মামলা, ক্ষুব্ধ বিচারপতি - রাজেশ বিন্দোল

তাঁকে না জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা সরিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি । তার উপর আবার নেটওয়ার্কের সমস্যা ৷ তা এতটাই বেশি যে ভার্চুয়াল শুনানি করাই যাচ্ছে না ৷ এতেই বেজায় চটেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷

ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷
ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷

By

Published : Jul 20, 2021, 10:03 AM IST

কলকাতা, 20 জুলাই : নেটওয়ার্ক সমস্যার জন্য করা যাচ্ছিল না ভার্চুয়াল শুনানি ৷ তাই আপাতত স্থগিত রেখেছিলেন একটি মামলার শুনানি ৷ তবে সেই মামলা তাঁকে না জানিয়েই ডিভিশন বেঞ্চে সরিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ৷ এতেই বেজায় চটেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷ বিচারপতির মন্তব্য, "এই ধরনের ঔদ্ধত্য বিচার ব্যবস্থার পক্ষে স্বাস্থ্যকর নয় ৷"

করোনা পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে শুনানির সমস্ত কাজকর্ম ভার্চুয়ালি হচ্ছে । 16 জুলাই একটি মামলার শুনানির সময় নেটওয়ার্ক সমস্যার জন্য থেমে যায় কাজ ৷ অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷ এই পরিস্থিতির জন্য তিনি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং ওই প্রজেক্টের কো-অর্ডিনেটরকে কেন শোকজ করা হবে না তা তাঁদের থেকেই জানতে চান ৷ পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন, যতদিন না কলকাতা হাইকোর্টের এই নেটওয়ার্ক সমস্যার সমাধান হবে ততদিন তিনি এজলাসে বসবেন না ।

বিচারপতির অভিযোগ, নেটওয়ার্ক সমস্যার কারণে বেশিরভাগ সময়ই ভিডিয়োকলের অন্যপ্রান্তে থাকা আইনজীবীদের বক্তব্য বুঝতে পারেন না তিনি ৷ এই সমস্যার কথা আগেই কলকাতা হাইকোর্টের অ্যাডমিনিস্ট্রেশনকে তিনি জানিয়েছিলেন । কিন্তু কিছুই সুরাহা হয়নি । সেই কারণেই বিরক্ত হয়ে গত 16 তারিখ একটি মামলার রায়দান স্থগিত রাখেন । আগে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে । পাশাপাশি রেজিস্ট্রার জেনারেলকে কেন এর জন্য শোকজ করা হবে না তার উত্তরও জানতে চেয়েছিলেন তিনি । শুনানি স্থগিত রাখলেও জানিয়ে দেন, সোমবার সেই মামলাটি তালিকার সবার উপরে থাকবে । কিন্তু সোমবার মামলার শুনানি করতে গিয়ে দেখেন সেই মামলাটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে সরিয়ে দিয়েছেন ৷ তা নিয়ে অত্যন্ত ক্ষোভের সঙ্গে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, "প্রধান বিচারপতি হাইকোর্টের মাস্টার অফ রোস্টার হতে পারেন । কিন্তু তার এই ধরনের ঔদ্ধত্য ঠিক নয় । প্রধান বিচারপতি মামলাটি অন্য বেঞ্চে দেওয়ার আগে একবার অন্তত জানাতে পারতেন ।"

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আরও জানিয়েছেন, যে মামলাটি তিনি স্থগিত রাখেন, সাধারণত এই ধরনের মামলা ডিভিশন বেঞ্চে শুনানির জন্য দেওয়া যায় না । সেই মামলা ডিভিশন বেঞ্চে শুনানির জন্য দেওয়ায় অবাকও হয়েছেন ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পারিবারিক সমস্যার কারণে এখন কলকাতায় নেই ৷ তাঁর এই ধরনের কাজ একেবারেই মেনে নিতে পারছেন না তিনি । পাশাপাশি প্রধান বিচারপতির এই ধরনের আচরণ হাইকোর্টের অলিন্দে মিথ্যা গুঞ্জনের সৃষ্টি করবে এবং বিচার ব্যবস্থার জন্য এই ধরনের আচরণ স্বাস্থ্যকর নয় বলে মনে করেন তিনি ।

আরও পড়ুন : রাজেশ বিন্দালের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি বার কাউন্সিলের

ABOUT THE AUTHOR

...view details