কলকাতা, 30 জুন : উচ্চ প্রাথমিকে নিয়োগ (Upper Primary Recruitment) নিয়ে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ৷ ওই নিয়োগের উপর আদালত স্থগিতাদেশ দিয়ে দিল ৷ রাজ্য সরকার যে ভাবে এই ক্ষেত্রে নিয়োগ করছে, তা ত্রুটিপূর্ণ বলে মনে করে উচ্চ আদালত ৷ সেই কারণেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে ৷
প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য যে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দুর্নীতির অভিযোগে গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বেশ কিছু মামলা দায়ের হয় । একটি মামলা করেছিলেন অভিজিৎ ঘোষ নামে এক চাকরিপ্রার্থী । সেই মামলাতেই আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করলেন । মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বললেন, ‘‘এই সরকার যে দুর্নীতিগ্রস্ত, কলকাতা হাইকোর্টের এই নির্দেশই তার প্রমাণ ।’’
আরও পড়ুন :Narada Case : মুখ্যমন্ত্রী-আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ কলকাতা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টের নির্দেশেই গত 21 জুন স্কুল সার্ভিস কমিশন 14 হাজার 339টি পদে নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করে ৷ কিন্তু সেখানে দেওয়া হয়েছে শুধুমাত্র প্রার্থীদের নাম আর জন্ম তারিখ ৷ হাইকোর্ট এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার অভাবে বাতিল করে দিয়েছিল । কিন্তু এবারও ফের সেই একই অভিযোগ ওঠে । এই অভিযোগে একাধিক মামলা দায়ের হয় ।