কলকাতা, 9 সেপ্টেম্বর : রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলার শুনানি শেষ হল শুক্রবার । তবে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । শীঘ্রই এই মামলার রায়দান করা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ ।
গতকাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় শুনানিতে জানান, মহার্ঘ ভাতা বা ডিএ (DA) রাজ্যের সামর্থ্য মতো ইতিমধ্যেই দেওয়া হয়েছে । রাজ্যের পক্ষে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় । হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 20 মে মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে যে নির্দেশ দিয়েছিল, তা সংশোধন করার আর্জি জানান তিনি ।
এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যে পালটা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘আদালত অত্যন্ত সচেতন হয়েই সিদ্ধান্ত গ্রহণ করেছিল কর্মচারীদের অধিকারের দিকে তাকিয়ে । রাজ্য ডিএ না দিয়ে অকারণ সময় নষ্ট করছে । ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ।’’