কলকাতা, 19 সেপ্টেম্বর : হিলি-বালুরঘাট রেল প্রকল্পে (Hili Balurghat Rail Project) জমি অধিগ্রহণ ও তার পরবর্তী কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । এ ব্যাপারে হাইকোর্ট সময়সীমা বেঁধে দিয়েছে আট সপ্তাহ । আট সপ্তাহ পর কেন্দ্র-রাজ্য দু’পক্ষকেই রিপোর্ট দিয়ে জানাতে হবে, আদালতের নির্দেশ মতো দু'পক্ষই কতটা সচেষ্ট এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে ।
নির্দেশের ব্যাপারে মামলাকারীর আইনজীবী কল্যাণ চক্রবর্তী বলেন, "এক বছরের বেশি এই মামলা আদালতে বিচারাধীন রয়েছে । তার মধ্যে দু’পক্ষের কাছেই আদালত একাধিকবার রিপোর্ট তলব করেছে । রাজ্য জানায় কেন্দ্রের অসহযোগিতার জন্য কাজ সম্পন্ন করা যাচ্ছে না । অন্যদিকে কেন্দ্রের দাবি 117 কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে । 145 কোটি টাকার প্রকল্প ।’’
তিনি আরও বলেন, ‘‘রাজ্যের পালটা দাবি আরও 156 কোটি টাকার মতো প্রয়োজন এই প্রকল্পের কাজ শেষ করতে গেলে । দুই পক্ষের দড়ি টানাটানিতে জমি অধিগ্রহণের কাজ এখনও অধিকাংশ বাকি । সেই ব্যাপারে রাজ্য এবং কেন্দ্রকে 8 সপ্তাহের মধ্যে পুরো কাজ সম্পন্ন করার নির্দেশ হাইকোর্টের । 16 ডিসেম্বর রিপোর্ট দিতে হবে আদালতে । এ ব্যাপারে কতদূর এই কাজ সম্পন্ন করা হয়েছে ।"
প্রসঙ্গত, হিলি থেকে বালুরঘাট রেললাইন সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে কলকাতা হাইকোর্টে গত বছর জুলাই মাসে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা বীরেন্দ্র কুমার মাহাতো । হিলি-বালুরঘাট রেল সম্প্রসারণের কাজ প্রায় 13 বছর ধরে পড়ে রয়েছে অর্ধসমাপ্ত অবস্থায় । কিছু ক্ষেত্রে জমি অধিগ্রহণ হয়েছে । কিছু ক্ষেত্রে হয়নি ।