পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Hili Balurghat Rail Project: হিলি-বালুরঘাট রেল প্রকল্পের জমি অধিগ্রহণ দ্রুত শেষ করার নির্দেশ হাইকোর্টের - মমতা বন্দ্যোপাধ্যায়

2010 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন বালুরঘাট থেকে হিলি রেলপথ সম্প্রসারণের (Hili Balurghat Rail Project) ঘোষণা করেছিলেন ৷ তার পরের 13 বছরেও শেষ হয়নি কাজ ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয় মামলা ৷ সেই মামলার শুনানিতে আদালত দ্রুত প্রকল্পের জমি অধিগ্রহণ শেষ করার নির্দেশ দিয়েছে ৷

calcutta-high-court-has-ordered-that-land-acquisition-for-hili-balurghat-rail-project-be-completed-as-soon-as-possible
Hili Balurghat Rail Project: হিলি-বালুরঘাট রেল প্রকল্পের জমি অধিগ্রহণ দ্রুত শেষ করার নির্দেশ হাইকোর্টের

By

Published : Sep 19, 2022, 8:04 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : হিলি-বালুরঘাট রেল প্রকল্পে (Hili Balurghat Rail Project) জমি অধিগ্রহণ ও তার পরবর্তী কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । এ ব্যাপারে হাইকোর্ট সময়সীমা বেঁধে দিয়েছে আট সপ্তাহ । আট সপ্তাহ পর কেন্দ্র-রাজ্য দু’পক্ষকেই রিপোর্ট দিয়ে জানাতে হবে, আদালতের নির্দেশ মতো দু'পক্ষই কতটা সচেষ্ট এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে ।

নির্দেশের ব্যাপারে মামলাকারীর আইনজীবী কল্যাণ চক্রবর্তী বলেন, "এক বছরের বেশি এই মামলা আদালতে বিচারাধীন রয়েছে । তার মধ্যে দু’পক্ষের কাছেই আদালত একাধিকবার রিপোর্ট তলব করেছে । রাজ্য জানায় কেন্দ্রের অসহযোগিতার জন্য কাজ সম্পন্ন করা যাচ্ছে না । অন্যদিকে কেন্দ্রের দাবি 117 কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে । 145 কোটি টাকার প্রকল্প ।’’

তিনি আরও বলেন, ‘‘রাজ্যের পালটা দাবি আরও 156 কোটি টাকার মতো প্রয়োজন এই প্রকল্পের কাজ শেষ করতে গেলে । দুই পক্ষের দড়ি টানাটানিতে জমি অধিগ্রহণের কাজ এখনও অধিকাংশ বাকি । সেই ব্যাপারে রাজ্য এবং কেন্দ্রকে 8 সপ্তাহের মধ্যে পুরো কাজ সম্পন্ন করার নির্দেশ হাইকোর্টের । 16 ডিসেম্বর রিপোর্ট দিতে হবে আদালতে । এ ব্যাপারে কতদূর এই কাজ সম্পন্ন করা হয়েছে ।"

প্রসঙ্গত, হিলি থেকে বালুরঘাট রেললাইন সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে কলকাতা হাইকোর্টে গত বছর জুলাই মাসে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা বীরেন্দ্র কুমার মাহাতো । হিলি-বালুরঘাট রেল সম্প্রসারণের কাজ প্রায় 13 বছর ধরে পড়ে রয়েছে অর্ধসমাপ্ত অবস্থায় । কিছু ক্ষেত্রে জমি অধিগ্রহণ হয়েছে । কিছু ক্ষেত্রে হয়নি ।

দীর্ঘ 38 কিলোমিটার রেলপথ চালু হলে বাংলাদেশের সাথে বাণিজ্যের রাস্তা সুগম হবে । বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের অর্থনৈতিক উন্নতিতে এই প্রকল্প অপরিহার্য । এলাকার মানুষের লক্ষ্মীলাভ ঘটবে বলে মনে করেন তিনি । কিন্তু সরকারের গড়িমসিতে প্রকল্পের কাজ কিছুতেই এগোচ্ছে না ।

2010 সালে তৎকালীন রেলমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথ সম্প্রসারণের প্রকল্প রূপায়ণের কথা ঘোষণা করেছিলেন । বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথের জন্য 410 একর জমি চিহ্নিত করে জেলা প্রশাসন ।

সেই জমির ম্যাপ অনুযায়ী, রেলপথ সম্প্রসারণের দিকে লক্ষ্য রেখে বালুরঘাটের আত্রেয়ী নদী ও হিলির যমুনা নদীর উপর সেতু নির্মানের জন্য সেতুর কাজও শুরু হয় । কিন্তু তা আজও অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে । জমি অধিগ্রহণের কাজই এখনও সম্পন্ন হয়নি ।

আরও পড়ুন :হিলি-বালুরঘাট রেলপথ সম্প্রসারণের কাজ স্থগিত, কেন্দ্র-রাজ্যের জবাব চাইল হাইকোর্ট

ABOUT THE AUTHOR

...view details