পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta HC gives relief to ED officers: নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ, হাইকোর্টে স্বস্তি ইডি অফিসারদের - হাইকোর্টে স্বস্তি ইডি অফিসারদের

নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়ে কালীঘাট মামলায় ইডি অফিসারদের সাময়িক স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC gives relief to ED officers)৷

Calcutta High Court gives relief to ED officers in Kalighat case, stays lower court's order
নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ, হাইকোর্টে স্বস্তি ইডি অফিসারদের

By

Published : Apr 29, 2022, 1:12 PM IST

Updated : Apr 29, 2022, 4:23 PM IST

কলকাতা, 29 এপ্রিল: কলকাতা হাইকোর্টের রায়ে আপাতত স্বস্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা (Calcutta High Court gives relief to ED officers)। কালীঘাট থানায় ইডি অফিসারদের তলবে স্থগিতাদেশ দিল আদালত ।

ফাঁস হওয়া ইডির ভয়েস রেকর্ডিঙের বিরুদ্ধে কালীঘাট থানায় এফআইআর দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারই জেরে আলিপুর আদালত নির্দেশ দিয়েছিল যে, কালীঘাট থানায় গিয়ে ইডি অফিসারদের কন্ঠস্বরের নমুনা দিয়ে আসতে হবে (Kalighat case in HC)৷ নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানায় ইডি । মামলা করা হয় বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে । সেই মামলাতেই কিছুটা স্বস্তি পেলেন ইডি অফিসাররা ।

আরও পড়ুন:Red beacons in Anubrata Mandal's car: অনুব্রতর গাড়িতে এখনও লালবাতি কেন ? জনস্বার্থ মামলা হাইকোর্টে

বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, হাইকোর্টে গরমের ছুটি শেষ হওয়ার 3 সপ্তাহ পর পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে । ইডির তরফের আইনজীবী এমভি রাজু সওয়াল করতে গিয়ে বলেন, "2000 কোটি টাকার তদন্তকে বাধা দেওয়ার জন্যই তলব করা হচ্ছে ইডি অফিসারদের । বারবার তদন্তে বাধা দেওয়ার জন্য তাঁদের ফাঁসানো হচ্ছে ।"

উল্লেখ্য 2021 সালে একটি অডিয়ো সামনে আসে। যেখানে বলতে শোনা যায়, কয়লা খাদানের টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অডিয়োটি ছিল এক ব্যাবসায়ী ও ইডি আধিকারিকদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন তাঁর ভাবমূর্তিতে কালি লাগানোর জন্য এটা করা হয়েছে। তারপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

Last Updated : Apr 29, 2022, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details