পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Soumendu Adhikari Case: শ্মশান-দুর্নীতি সংক্রান্ত মামলায় সৌমেন্দুকে অন্তর্বর্তী রক্ষাকবচ হাইকোর্টের

পূর্ব মেদিনীপুরের কাঁথির রাঙামাটি শ্মশানের জমি বিক্রি একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Bengal Opposition Leader Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ পুলিশ তদন্ত করছে ৷ এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ সেই মামলাতেই তাঁকে স্বস্তি দিল আদালত (Calcutta High Court Gives Relief To BJPs Suvendu Brother Soumendu Adhikari) ৷

calcutta-high-court-gives-relief-to-bjps-suvendu-brother-soumendu-adhikari
Soumendu Adhikari Case: শ্মশান-দুর্নীতি সংক্রান্ত মামলায় সৌমেন্দুকে অন্তর্বর্তী রক্ষাকবচ হাইকোর্টের

By

Published : Jul 22, 2022, 8:59 PM IST

কলকাতা, 22 জুলাই : পূর্ব মেদিনীপুরের কাঁথির রাঙামাটি শ্মশানের জমি বিক্রি এবং বাতিস্তম্ভ সংক্রান্ত মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Bengal Opposition Leader Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারী ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আপাতত স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আগামী বুধবার পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও ধরনের কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ ।

বিচারপতি বিবেক চৌধুরী ব্যক্তিগত কারণে মামলাগুলি ছেড়ে দেওয়ার পর এদিন প্রথম মামলাগুলির প্রায় ঘণ্টা দুয়েক ধরে শুনানি হয়। ফের শুনানি হবে আগামী বুধবার । দীর্ঘদিন ধরে অধিকারী পরিবারকে নানারকম ভাবে হেনস্তা করা হচ্ছে বলে এদিন একের পর এক ঘটনার উল্লেখ করেন সৌমেন্দু এবং তাঁর পরিবারের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার ।

আদালতে তিনি জানান, সুবল মান্না যিনি রাঙামাটি শ্মশানের জমি বিক্রির অভিযোগ তুলেছেন বর্তমানে কাঁথি পৌরসভার (Contai Municipality) চেয়ারম্যান এবং সৌমেন্দুবাবুকে সরানোর পরই তিনি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন । এতদিন তিনিও পৌরবোর্ডে ছিলেন ৷ কিন্তু কোনও অভিযোগ করেননি ।

আদালতে সৌমেন্দুর আইনজীবীর আরও দাবি, রত্নদীপ মান্না যিনি কাঁথি পৌরসভা বোর্ডের সদস্য, তিনি 29 মে 2021 সালে ত্রিপল চুরির মিথ্যা অভিযোগ করেছিল সৌমেন্দুর বিরুদ্ধে । পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অন্তত 6টা অভিযোগ করা হয় 4টে থানায় । শেষ দু’বছরে ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ভুয়ো অভিযোগ করা হয়েছে হেনস্তা করার জন্য ।

আদালতে রাজদীপ মজুমদার জানান, এখানে অভিযোগ যে রাঙামাটি শ্মশানের দোকান বিভিন্ন ব্যবসায়ীকে দেওয়ার জন্য কোনও টেন্ডার ডাকা হয়নি । ফলে বেআইনি ভাবে টাকা হস্তগত করা হয়েছে । একই রকম ভাবে কাঁথি কলেজে (Contai College) ভবন বানানোর জন্যও টেন্ডার না ডাকার অভিযোগ তোলা হয়েছিল । যার কোনও ভিত্তি নেই । সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ।

আরও পড়ুন :Soumendu Adhikari Case: সৌমেন্দু অধিকারীর শ্মশানের জমি সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি

ABOUT THE AUTHOR

...view details