পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Teacher Transfer : চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের - contract-teacher

রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ নির্দেশে বলা হয়েছে 30 নভেম্বর পর্যন্ত তাঁকে বদলি করা যাবে না ৷

High Court
চুক্তিভিত্তিক শিক্ষিকাদের বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

By

Published : Sep 15, 2021, 1:58 PM IST

Updated : Sep 15, 2021, 3:43 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : চুক্তিভিত্তিক শিক্ষিকা বদলির নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 30 নভেম্বর পর্যন্ত তাঁকে বদলি করতে পারবে না শিক্ষা দফতর । 19 অগস্ট ওই শিক্ষিকাকে বদলির নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর । চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির ব্যাপারে সরকারের কোনও নির্দিষ্ট আইন না থাকা সত্বেও বদলি করা হয়েছিল শিক্ষিকা অনিমা নাথকে। সেই কারণেই নির্দেশের উপর আজ স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী 30 অক্টোবরের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে রাজ্যকে। 15 নভেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে।

চুক্তিভিত্তিক শিক্ষিকাদের বদলির কোনও আইন নেই তা সত্ত্বেও কীভাবে শিক্ষিকাকে বদলি করা হল রাজ্যের কাছে গতকাল সেই বিষয়ে জানতে চেয়েছিল হাইকোর্ট। কিন্তু আজ রাজ্যের তরফে কোনও সদুত্তর দিতে না পারায়, রাজ্যের কাছে হলফনামা তলব করেছে আদালত।

আরও পড়ুন: দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ নয়, ডিলারদের আবেদন খারিজ করল হাইকোর্ট

চুক্তিভিত্তিক শিক্ষিকাদের বদলির প্রতিবাদে গত 24 অগস্ট বিকাশ ভবনের সামনে বিষপান করেছিলেন পাঁচজন শিক্ষিকা। 5 জন শিক্ষিকার মধ্যে একজন শিক্ষিকা হলেন এই মামলাকারী অনিমা নাথ। অন্য শিক্ষিকাদের মামলা রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই মামলার এখনও শুনানি হয়নি। ইতিমধ্যেই অনিমা নাথকে বদলির নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার ৷ তার উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। স্বভাবতই অন্য শিক্ষিকাদের কাছেও এটা একটা স্বস্তির খবর। উল্লেখ্য, 24 অগস্ট বিকাশ ভবনের সামনে বিষপানের ঘটনায় এক শিক্ষিকা এখনও অসুস্থ রয়েছেন। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলামকে পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হয়েছিল।

Last Updated : Sep 15, 2021, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details