কলকাতা, 15 সেপ্টেম্বর : চুক্তিভিত্তিক শিক্ষিকা বদলির নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 30 নভেম্বর পর্যন্ত তাঁকে বদলি করতে পারবে না শিক্ষা দফতর । 19 অগস্ট ওই শিক্ষিকাকে বদলির নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর । চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির ব্যাপারে সরকারের কোনও নির্দিষ্ট আইন না থাকা সত্বেও বদলি করা হয়েছিল শিক্ষিকা অনিমা নাথকে। সেই কারণেই নির্দেশের উপর আজ স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী 30 অক্টোবরের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে রাজ্যকে। 15 নভেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে।
চুক্তিভিত্তিক শিক্ষিকাদের বদলির কোনও আইন নেই তা সত্ত্বেও কীভাবে শিক্ষিকাকে বদলি করা হল রাজ্যের কাছে গতকাল সেই বিষয়ে জানতে চেয়েছিল হাইকোর্ট। কিন্তু আজ রাজ্যের তরফে কোনও সদুত্তর দিতে না পারায়, রাজ্যের কাছে হলফনামা তলব করেছে আদালত।