কলকাতা, 17 সেপ্টেম্বর : পুরুলিয়ার রঘুনাথপুরে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি শুভ্রা ঘোষ এই নির্দেশ দিয়েছেন আজ । আগামী 17 নভেম্বর পর্যন্ত ওই প্রকল্পের কাজের উপর স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি ৷
আরও পড়ুন :Manik Bhattacharya : স্বস্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির, আপাতত দিতে হবে না জরিমানার টাকা
পুরুলিয়ার রঘুনাথপুর ব্লকে 1963-66 সালে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রচুর জমি নেয় বিদ্যুৎ প্রকল্পের জন্য । কিন্তু সেই প্রকল্প এতদিনেও বাস্তবায়িত হয়নি । স্বাভাবিক ভাবে জমির মালিক ছিলেন যাঁরা, তাঁরা ওখানে বসবাস করছিলেন । কৃষি কাজ করতেন ।
অভিযোগ, এখন হঠাৎ করে সেই জমিতে প্রকল্পের কাজ করা হবে বলে লোকজনকে উচ্ছেদ করার চেষ্টা চালানো হচ্ছে । জমির মিউটেশন করিয়ে নেওয়া হচ্ছে জোর করে । এর বিরুদ্ধে ওখানে আন্দোলনও সংগঠিত হয় । কিছু জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়াও হচ্ছে ৷ তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দা পরীক্ষিত মাহাতো-সহ আরও অনেকে ।