পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta HC Female Constable Recruitment Plea: কনস্টেবল পদের আবেদনপত্রে হিজাব পরা ছবি, আবেদনপত্র খারিজ হওয়ায় হাইকোর্টে চাকরিপ্রার্থীরা - মহিলা কনস্টেবল পদে চাকরির আবেদন বাধা হিজাব

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হিজাব পরা ছবি দেওয়ায় মহিলা কনস্টেবল পদে আবেদনপত্র বাতিল হওয়া চাকরিপ্রার্থীরা (Female Constable Recruitment Application Cancelled) ৷ যে মামলায় 6 জানুয়ারি পরবর্তী শুনানির দিন দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ৷ ধর্মীয় রীতি চাকরির পরীক্ষায় বসা থেকে কাউকে বঞ্চিত করতে পারে না বলে, মামলাকারীদের আইনজীবী আদালতে এ দিন জানিয়েছেন (Calcutta HC Female Constable Recruitment Plea)৷

Calcutta High Court Female Constable Recruitment Plea of Muslim Women
কনস্টেবল পদের আবেদনপত্রে হিজাব পরা ছবি, আবেদনপত্র খারিজ হওয়ায় হাইকোর্টে চাকরিপ্রার্থীরা

By

Published : Nov 22, 2021, 6:31 PM IST

কলকাতা, 22 নভেম্বর : হিজাব পরা ছবি দেওয়ায় মহিলা কনস্টেবল পদে চাকরির আবেদনপত্র বাতিল হল (Muslim Women Plea Calcutta High Court) ৷ এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন একাধিক মুসলিম মহিলা চাকরিপ্রার্থী (Calcutta HC Female Constable Recruitment Plea)৷ আর এ নিয়ে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় জানিয়েছেন, মামলা নিষ্পত্তির উপরে নির্ভর করবে রাজ্যে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ৷ আগামী 6 জানুয়ারি মামলাটি শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে ৷ ওই দিন অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের হয়ে বক্তব্য পেশ করার জন্য হাজির থাকবেন ৷

মামলার বয়ান অনুযায়ী, রাজ্যে কনস্টেবল পদে প্রায় সাড়ে আট হাজার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল 2020 সালে ৷ সেই সময় মহিলা কনস্টেবলের শূন্যপদ ছিল 1,192টি ৷ সেই পদে যে সকল মুসলিম মহিলা চাকরিপ্রার্থী হিজাব পরা ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিয়েছিলেন, তাঁদের সবার আবেদনপত্র বাতিল করে রাজ্য সরকার ৷ সেই নিয়ে গত 24 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সোনামণি খাতুন, হাফিজা খাতুন-সহ আরও বেশ কয়েকজন মহিলা চাকরিপ্রার্থী ৷ তবে, সেই মামলা করার দু’দিন পরেই অর্থাৎ, 26 সেপ্টেম্বর কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা হয় ৷

আজ সেই মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস সামিম বলেন, ‘‘এটা একটা ধর্মীয় রীতি ৷ এর ভিত্তিতে কাউকে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করা যায় না ৷ কোরানের আয়াত 59-এ স্পষ্ট করে বলা আছে, মুসলিম মহিলাদের মাথায় কাপড় দিতে হবে ৷ এখানে দেখা যাচ্ছে, আবেদনকারী মহিলা চাকরিপ্রার্থীদের মাথায় দেওয়া কাপড় ফেসিয়াল এক্সপ্রেশনে কোন সমস্যা সৃষ্টি করছে না ৷ তা সত্ত্বেও তাঁদের আবেদন বাতিল করা হয়েছে ৷’’

আরও পড়ুন :Swasthya Sathi Case in High Court: কীভাবে ব্যয়বহুল স্বাস্থ্যসাথীর পরিষেবা দিচ্ছে রাজ্য, হলফনামা তলব হাইকোর্টের

অন্যদিকে, রাজ্যের তরফে আইনজীবী চৈতালি ভট্টাচার্য বলেন, ‘‘পুলিশ একটা ডিসিপ্লিন ফোর্স ৷ সেখানে বলা আছে মাথা ঢাকা কোন ছবি দেওয়া যাবে না ৷ তাই আবেদনকারীদের অনলাইন আবেদন গ্রহণ করা হয়নি ৷’’ (Calcutta High Court Female Constable Recruitment Plea) এর পাল্টা মামলাকারীদের তরফে বলা হয়, "মুসলিমদের এটা যেমন ধর্মীয় রীতি ৷ শিখদের ক্ষেত্রেও পাগড়ি ব্যবহারের রীতি আছে ৷’’

কনস্টেবল পদের আবেদনপত্রে হিজাব পরা ছবি, আবেদনপত্র খারিজ হওয়ায় হাইকোর্টে চাকরিপ্রার্থীরা

এর পরেই বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় মামলাকারীদের আইনজীবীর এই বক্তব্যের সঙ্গে সম্মতি জানান ৷ তিনি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘‘তাহলে শিখরা কি পুলিশে নিযুক্ত হয় না ? তাঁরা তো মাথায় পাগড়ি পরেন !’’ এর পর বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই মামলা আপাতত স্থগিত রাখার কথা জানিয়ে, 6 জানুয়ারি পরবর্তী শুনানির দিনধার্য করেন ৷
আগামী 6 জানুয়ারি ফের মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে ৷

আরও পড়ুন : Calcutta High Court : নিয়ম বহির্ভূত নিয়োগ আরও 500 ! সোমবার ফের হলফনামা দেওয়ার নির্দেশ এসএসসিকে

মামলার শেষে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস সামিম বললেন, ‘‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গ সরকার মুসলিম মহিলাদের পুলিশ কনস্টেবল পদের নিয়োগে বাধাদান করছে ৷ ধর্মের ভিত্তিতে প্রভেদ করে, তাঁদের চাকরির ক্ষেত্রে সমান অধিকার থেকে বঞ্চিত করছে (Female Constable Recruitment Plea of Muslim Women) ৷ বিচারপতি নির্দেশে স্পষ্ট জানিয়েছেন, এই নিয়োগ-প্রক্রিয়ার ভবিষ্যৎ এই মামলা নিষ্পত্তির উপরে নির্ভর করবে ৷ আগামী 6 জানুয়ারি ফের এই মামলার শুনানির জন্য রাখা হয়েছে ৷’’

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details