কলকাতা, 17 নভেম্বর : রাজ্যের আবেদন খারিজ করে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গ্রেফতারিতে রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ তিনটি পৃথক দুর্নীতি মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ-প্রশাসন ৷ সেই মামলাগুলিতে গ্রেফতারির হাত থেকে বাঁচতে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সিঙ্গল বেঞ্চ শুভেন্দুর সেই আবেদন মঞ্জুর করেছিল ৷ কিন্তু রাজ্য সরকারের তরফে সেই রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছিল ৷
সেখানে রাজ্যের তরফে আদালতের কাছে জানতে চাওয়া হয়, সিঙ্গল বেঞ্চের তরফে শুভেন্দু অধিকারীকে কেন এই রক্ষাকবচ দেওয়া হয়েছে ? কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কেসং ভুটিয়ার ডিভিশন বেঞ্চ রাজ্যের সেই আবেদনকে খারিজ করে ৷ সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে ৷ যার পর ফের একবার স্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
এ দিনের রায় নিয়ে শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, ‘‘শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে দাবি করে আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম। সেই মামলায় আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল তাঁকে গ্রেফতার না করার ৷ কিন্তু, সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার ৷ আজ ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, রাজ্যের এই আপিল মামলা চালিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই ৷’’