কলকাতা, 24 নভেম্বর : এসএসএসিতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় (SSC Group-D Recruitment Case) সিবিআই অনুসন্ধানের নির্দেশের উপর তিন সপ্তাহের স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ যে 500 জনকে নিয়োগ করা হয়েছে, তাঁদের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি আজকের মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদকে ৷ পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে ৷
বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এদিন এই স্থগিতাদেশ দিয়েছে ৷ মামলার শুনানিতে রাজ্যের তরফে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "কোনওরকম পুলিশি অভিযোগ ছাড়াই কী করে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি ? সিবিআই তদন্তের নির্দেশ সাধারণত বিরল মামলার ক্ষেত্রে দেওয়া যেতে পারে । সিঙ্গল বেঞ্চের বিচারপতি সমস্ত কিছু খতিয়ে না দেখে তাড়াহুড়ো করে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন ।"
পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, "আমরা কোনও ধরনের অনুসন্ধানের বিরোধী নই ৷ স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই তিনজন সদস্যের একটি অনুসন্ধান কমিটি তৈরি করেছিল এই বিষয়ে খতিয়ে দেখার জন্য ৷ পাশাপাশি আমরা প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্তের কথা জানিয়েছিলাম আদালতকে ৷ অথবা শিক্ষা দফতরের কোনও প্রাক্তন ব্যক্তিকে দিয়ে অনুসন্ধান করানো যেতে পারত ।"