কলকাতা, 17 সেপ্টেম্বর : প্রশ্ন ভুল মামলায় আপাতত স্বস্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Primary Education) সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ৷ এখনই জরিমানার 3 লক্ষ 80 হাজার টাকা দিতে হবে না তাঁকে ৷ কথা ছিল, সংশ্লিষ্ট মামলাকারীদের নিজের পকেট থেকে এই টাকা দেবেন মানিক ৷ সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশের উপর আগামী 4 অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার (Justice Subrata Talukdar) ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার (Justice Kesang Doma Bhutia) ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে ৷ বিচারপতিদের প্রশ্ন, আদালতে কোনও মামলার শুনানি হতে দেরি হলে পর্ষদ সভাপতি কেন তার জন্য দায়ী হবেন ? কেনই বা তাঁকে এর জন্য মামলাকারীদের জরিমানা দিতে হবে ! আগামী 4 অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷
আরও পড়ুন :সিঙ্গল বেঞ্চের নির্দেশ পেয়ে টেট পরীক্ষায় বসা প্রার্থীদের পরীক্ষা বাতিল ডিভিশন বেঞ্চের
প্রসঙ্গত, আদালত অবমাননার দায়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে 3 লক্ষ 80 হাজার টাকা জরিমানা করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ গত 3 সেপ্টেম্বর এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷ তাঁর স্পষ্ট নির্দেশ ছিল, জরিমানার টাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের তহবিল থেকে দেওয়া হবে না ৷ সভাপতি নিজেই মামলাকারী 19 জন পরীক্ষার্থীর প্রত্যেককে 20 হাজার টাকা করে দেবেন ৷ একইসঙ্গে, মামলাকারী চাকরিপ্রার্থীদের সাতদিনের মধ্যে ভুল প্রশ্নগুলিতে পূর্ণ নম্বর দিয়ে তাঁদের টেট-এর শংসাপত্র দিতে হবে ৷ মামলাকারীদের ইন্টারভিউয়ে বসারও সুযোগ করে দিতে হবে ৷