কলকাতা, 16 নভেম্বর : পৌর নির্বাচন নিয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ মঙ্গলবার পৌর নির্বাচন নিয়ে দায়ের হওয়া এক মামলার শুনানিতে আদালত এই নির্দেশ দিয়েছে ৷ আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি ৷ তার মধ্যে রাজ্য সরকার ও কমিশনকে এই হলফনামা জমা দিতে হবে ৷
পশ্চিমবঙ্গের শতাধিক পৌরসভা ও বেশ কিছু পৌরনিগমে ভোট বকেয়া ৷ শারদোৎসবের পর এই ভোট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পুজো শেষ হতেই ভোট নিয়ে তৎপরতাও শুরু হয় ৷ 19 ডিসেম্বর কলকাতা ও হাওড়া পৌরনিগমে ভোট হতে পারে বলে শোনাও যাচ্ছিল বিভিন্ন মহলে ৷
আরও পড়ুন :Narada case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল
কিন্তু মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, সব পৌরসভার ভোট একসঙ্গে করার বিষয়ে হলফনামা জমা দিতে হবে ৷ রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, মামলা চলাকালীন ভোট সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হবে না ৷ ফলে কলকাতা ও হাওড়া পৌরনিগমে ডিসেম্বরে ভোট বিশ বাঁও জলে পড়ল বলে মনে করা হচ্ছে ৷