পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Upper Primary Recruitment : অভিযোগের পাহাড়, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ আপাতত বন্ধের নির্দেশ হাইকোর্টের

এর আগে আদালত নির্দেশে জানিয়েছিল, সেক্রেটারি পর্যায়ের অফিসাররা শুধুমাত্র এই অভিযোগের নিষ্পত্তি করতে পারবেন । 15 সপ্তাহ পর ফের মামলাটির শুনানি করা হবে। কৃতকার্য প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছিলেন ৷

Upper Primary Case
অভিযোগের পাহাড়, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ বন্ধের নির্দেশ হাইকোর্টের

By

Published : Nov 10, 2021, 4:21 PM IST

Updated : Nov 10, 2021, 4:40 PM IST

কলকাতা, 10 নভেম্বর : উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের পাহাড় ৷ সুতরাং আরও তিন মাসের জন্য বন্ধ থাকবে নিয়োগের সুপারিশ ৷ বুধবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷

ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত যে অভিযোগ ছিল, তা নিষ্পত্তির জন্য তিন মাসের নির্দেশ দিয়েছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে আবেদন আরও সময় চেয়ে নেয়। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, প্রায় 25 হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে মাত্র 6,597 অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে আরও সময় দেওয়া হোক।

আরও পড়ুন : উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার তদন্ত করুক সিবিআই, হাইকোর্টে জনস্বার্থ মামলা

এর আগে আদালত নির্দেশে জানিয়েছিল, সেক্রেটারি পর্যায়ের অফিসাররা শুধুমাত্র এই অভিযোগের নিষ্পত্তি করতে পারবেন । 15 সপ্তাহ পর ফের মামলাটির শুনানি করা হবে। কৃতকার্য প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছিলেন ৷ কিন্তু তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের তরফের আইনজীবী ফেরদৌস শামীম জানান, "আমাদের একটাই আবেদন, যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হোক । যোগ্যপ্রার্থীরা যাতে কোনওভাবেই বঞ্চিত না হয়।"

উচ্চ প্রাথমিকে প্রায় কুড়ি হাজারের কাছাকাছি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছিল 2016 সাল থেকে ৷ কিন্তু তাতে একাধিক অস্বচ্ছতা রয়েছে মনে করে 2020 সালের 11 ডিসেম্বর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছিলেন, 2021 সালের 4 জানুয়ারি থেকে নতুন করে প্রার্থীদের নথি পত্র যাচাই করে 10 মে-র মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে। তার আট সপ্তাহের মধ্যে মেধাতালিকা ও 31 জুলাইয়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

আরও পড়ুন : উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

কিন্তু গত 21 জুন স্কুল সার্ভিস কমিশন 14339টি পদে নিয়োগের জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশ করে । সেই তালিকাতেও একাধিক গলদের অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন। পরে তিনি সেই স্থগিতাদেশ তুলে নেন। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গত 20 জুলাই নির্দেশ দেন হাইকোর্টের অনুমতি ছাড়া আপাতত নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন। নির্দেশে আরও জানানো হয় যোগ্যতা থাকা সত্ত্বেও যে সমস্ত প্রার্থীরা সুযোগ পায়নি বলে অভিযোগ করছেন, সেই সমস্ত অভিযোগ আগে খতিয়ে দেখে নিষ্পত্তি করার পর পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে।

Last Updated : Nov 10, 2021, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details