পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Cal HC on Primary TET : এবার প্রাথমিক টেটের ওএমআর শিট দেখানোর নির্দেশ হাইকোর্টের - Latest News on Primary TET

টেটের ওএমআর শিট দেখানোর নিয়ম নেই । তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন পরীক্ষার্থী ৷ সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (calcutta high court directs to show omr sheet of primary tet) ৷

calcutta high court directs to show omr sheet of primary tet
Cal HC on Primary TET : এবার প্রাথমিক টেটের ওএমআর শিট দেখানোর নির্দেশ হাইকোর্টের

By

Published : Jan 21, 2022, 1:22 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : এবার টেটের ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (calcutta high court directs to show omr sheet of primary tet) । বিচারপতি অমৃতা সিনহা অবিলম্বে মামলাকারী চাকরি প্রার্থীদের টেট পরীক্ষার ওএমআর শিট দেখানোর নির্দেশ দিলেন আজ ।

2014 সালের প্রাথমিকের টেট (West Bengal Primary TET) দিয়ে কোয়ালিফাই করেননি শান্তনু শিট-সহ আরও অনেকেই । কিন্তু পরে 2014 সালের প্রাথমিকের টেটের প্রশ্নপত্রে ছ’টি ভুল ছিল বলে প্রমাণিত হয় । হাইকোর্টে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে যাঁরাই পরীক্ষায় বসেছিলেন এবং ওই ছ’টি প্রশ্নে উত্তর দিয়েছিলেন, তাঁদের নম্বর দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সমাপ্তি চট্রোপাধ্যায় ।

তারপরও একাধিক মামলা দায়ের হয়েছিল আদালতে । মাসখানেক আগে একটি মামলার নির্দেশে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে পোর্টাল খুলে চাকরি প্রার্থীদের সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছিলেন । শান্তনু শিট-সহ অন্যান্যদের দাবি, ডিসেম্বর মাসে তাঁদের নথিপত্র খতিয়ে দেখে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । কিন্তু বোর্ড জানায়, তাঁরা লিখিত পরীক্ষাতেই পাস করেননি ।

তারপরই টেটের ওএমআর শিট বা উত্তরপত্র দেখানোর দাবি জানিয়েছিলেন তাঁরা । কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে তাঁদের দাবি খারিজ করার পরই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । নিয়ম অনুযায়ী, এই ওএমআর শিট দেখানো হয় না ।

হাইকোর্টে মামলা করেন শান্তনু শিট-সহ আরও 27 জন । তাঁদের আর্জি ওএমআর শিটে প্রমাণ হবে, তাঁরা পরীক্ষায় কী নম্বর পেয়েছেন । বিচারপতি অমৃতা সিনহা আজ প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন মামলাকারীদের ওএমআর শিট দিতে হবে । এই প্রথম বোর্ডকে ওএমআর শিট দেখানোর নির্দেশ দেওয়া হল ।

আরও পড়ুন :Kanthi Cooperative Bank : কাঁথি সমবায় ব্যাঙ্কে আরবিআইকে প্রতিনিধি নিয়োগের নির্দেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details