পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Upper Primary Recruitment: ইন্টারভিউয়ের তালিকায় গরমিল, নতুন করে 1 হাজার 585 জনকে ইন্টারভিউয়ে ডাকার নির্দেশ হাইকোর্টের - নিয়োগ দুর্নীতি

উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের (Upper Primary Recruitment) তালিকায় ধরা পড়ল বিস্তর গলদ ৷ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বাদ গেল 233 জনের নাম ৷ নতুন তালিকা তৈরির নির্দেশ আদালতের ৷ ইন্টারভিউয়ে ডাকতে হবে আরও 1 হাজার 585 জনকে ৷

Calcutta High Court directs to recreate Interview List for Upper Primary Recruitment
Upper Primary Recruitment: ইন্টারভিউয়ের তালিকায় গরমিল, নতুন করে 1 হাজার 585 জনকে ইন্টারভিউয়ে ডাকার নির্দেশ হাইকোর্টের

By

Published : Sep 30, 2022, 2:54 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: এবার উচ্চপ্রাথমিকেও চাকরিপ্রার্থীদের (Upper Primary Recruitment) পাশে দাঁড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আদালতের নির্দেশ, 2016 সালে যাঁরা উচ্চপ্রাথমিকে নিয়োগের পরীক্ষায় সফল হয়েছিলেন, তাঁদের মধ্যে আরও 1 হাজার 585 জনের ইন্টারভিউ নিতে হবে কর্তৃপক্ষকে ৷ শুক্রবার সংশ্লিষ্ট মামলাগুলির শুনানিতে এই নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ৷

উল্লেখ্য, রাজ্য সরকার পরিচালিত স্কুল শিক্ষাব্যবস্থায় উচ্চপ্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে ৷ এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেন ছোটন সাহা নামে এক চাকরিপ্রার্থী ৷ পরবর্তীতে আরও অনেক চাকরিপ্রার্থী একই অভিযোগে মামলা করেন ৷ সেই মামলাগুলির বিচার চলছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে ৷ তারই ভিত্তিতে এদিন মামলাকারীদের পক্ষে রায় দিয়েছে আদালত ৷ আবেদনকারীদের ইন্টারভিউয়ে বসার সুযোগ দিতে বলা হয়েছে আদালতের তরফ থেকে ৷

আরও পড়ুন:ববিতার পর প্রিয়াঙ্কা, যোগ্য প্রার্থীকে 28 অক্টোবরের মধ্যে নিয়োগের নির্দেশ আদালতের

এই মামলায় মূল অভিযোগ ছিল, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কম মেধার ছেলেমেয়েদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে ৷ তার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 'গ্রিভ্য়ান্স সেল' খুলে বঞ্চিতদের আবেদন ও অভিযোগ জমা নেওয়ার নির্দেশ দেয় ৷ সেই প্রক্রিয়া চলে গত 31 জুলাই পর্যন্ত ৷ তাতে অসংখ্য অভিযোগ জমা পড়ে ৷ এরপর আদালতের নির্দেশেই স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউয়ের তালিকায় নাম থাকা চাকরিপ্রার্থীদের সকলের নথি খতিয়ে দেখে ৷ তাতে বহু ক্ষেত্রে গরমিল ধরা পড়ে ৷ যার জেরে 233 জনের নাম চাকরি প্রাপকের ইন্টারভিউয়ের তালিকা থেকে বাতিল করা হয় ৷ বদলে এদিন আদালত নির্দেশ দেয়, নতুন করে একটি তালিকা তৈরি করে সেই তালিকার আওতায় 1 হাজার 585 জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকতে হবে ৷

এই মামলাগুলিতে মামলাকারীদের মধ্য়ে অন্যতম হলেন আইনজীবী ফিরদৌস শামিম ৷ তিনি জানিয়েছেন, চাকরির ইন্টারভিউয়ের জন্য একটি তালিকা তৈরি করা হয়েছিল ৷ সেই তালিকা অনুসারেই ডাক পড়ার কথা ছিল চাকরিপ্রার্থীদের ৷ কিন্তু, আদালতের নির্দেশে চাকরিপ্রার্থীদের নথি খতিয়ে দেখার পর সেই তালিকায় অনেক ভুল ধরা পড়েছে ৷ তারই ভিত্তিতে 233 জনকে ইন্টারভিউয়ের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৷ এর পরিবর্তে নতুন তালিকা তৈরি করে 1 হাজার 585 জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট ৷ ফিরদৌস জানিয়েছেন, দুর্গাপুজার দু'সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন পড়বে ৷

ABOUT THE AUTHOR

...view details