কলকাতা, 28 মার্চ : আলিপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে (Alipur Bar Association Election) ফলাফল ঘোষণার জট কাটল । গত শুক্রবার বিচারপতি রাজাশেখার মান্থা ফলাফল ঘোষণার ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন । বিচারপতি রাজাশেখর মান্থা আজ নির্দেশ দিয়েছেন যে, কাউন্টিং রুমে সিসিটিভি ক্যামেরা বসিয়ে গণনা করতে হবে (Calcutta High Court Directs to Install CCTV Camera for Alipur Bar Association Vote Counting) ।
বিচারপতির আরও নির্দেশ, ভবিষ্যতে আলিপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে পোলিং বুথের বাইরে এবং ভেতরে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) বসাতে হবে । এছাড়াও গণনা কেন্দ্রের ভেতরেও সিসিটিভি ক্যামেরা বসাতে হবে । যাতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করা যায় ৷ ভোটের একমাস আগে ভোটার তালিকা পেশ করতে হবে । ভোটের দিন ভোটার তালিকার বাইরে কোনও আইনজীবী ওই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না ।
উল্লেখ্য, আলিপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় । বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ জারি করেছিলেন, আলিপুর জেলা জজকে ভোট কেন্দ্রের ভেতরে এবং বাইরে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ভোট করতে হবে ।
মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যালের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও জেলা জজ ভোট কেন্দ্রের ভেতরে সিসিটিভি ক্যামেরা বসাননি । যা আদালত অবমাননার সামিল ।