পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

HC on Alipur Bar Association Vote : গণনা কেন্দ্রের সামনে সিসিটিভি ক্যামেরা, আলিপুর বার অ্যাসোসিয়েশনের ভোটের ফল ঘোষণার অনুমতি হাইকোর্টের - Calcutta High Court Directs to Install CCTV Camera for Alipur Bar Association Vote Counting

গত শুক্রবার কলকাতা হাইকোর্ট আলিপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের (Alipur Bar Association Election) ফলাফল ঘোষণার ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় । সোমবার আদালতের নির্দেশ, গণনা কেন্দ্রের বাইরে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে (Calcutta High Court Directs to Install CCTV Camera for Alipur Bar Association Vote Counting) ৷

calcutta-high-court-directs-to-install-cctv-camera-for-alipur-bar-association-vote-counting
HC on Alipur Bar Association Vote : গণনা কেন্দ্রের সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ, আলিপুর বার অ্যাসোসিয়েশনের ভোটের ফল ঘোষণার অনুমতি হাইকোর্টের

By

Published : Mar 28, 2022, 3:48 PM IST

কলকাতা, 28 মার্চ : আলিপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে (Alipur Bar Association Election) ফলাফল ঘোষণার জট কাটল । গত শুক্রবার বিচারপতি রাজাশেখার মান্থা ফলাফল ঘোষণার ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন । বিচারপতি রাজাশেখর মান্থা আজ নির্দেশ দিয়েছেন যে, কাউন্টিং রুমে সিসিটিভি ক্যামেরা বসিয়ে গণনা করতে হবে (Calcutta High Court Directs to Install CCTV Camera for Alipur Bar Association Vote Counting) ।

বিচারপতির আরও নির্দেশ, ভবিষ্যতে আলিপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে পোলিং বুথের বাইরে এবং ভেতরে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) বসাতে হবে । এছাড়াও গণনা কেন্দ্রের ভেতরেও সিসিটিভি ক্যামেরা বসাতে হবে । যাতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করা যায় ৷ ভোটের একমাস আগে ভোটার তালিকা পেশ করতে হবে । ভোটের দিন ভোটার তালিকার বাইরে কোনও আইনজীবী ওই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না ।

উল্লেখ্য, আলিপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় । বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ জারি করেছিলেন, আলিপুর জেলা জজকে ভোট কেন্দ্রের ভেতরে এবং বাইরে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ভোট করতে হবে ।
মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যালের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও জেলা জজ ভোট কেন্দ্রের ভেতরে সিসিটিভি ক্যামেরা বসাননি । যা আদালত অবমাননার সামিল ।

যদিও জেলা জজের পক্ষের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, ভোটের আগের দিন রাত 8 টায় তিনি হাইকোর্টের নির্দেশের কপি পেয়েছেন । সেই সময় ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়া ছিল । তাই ওই ঘরেই শুধু সিসিটিভি ক্য়ামেরা বসানো যায়নি । ভোটকেন্দ্রের বাইরে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছিল ।

সমস্ত বক্তব্য শোনার পর বিচারপতি মামলার নিষ্পত্তি করে জানান, আদালত অবমাননার মামলাটি অনেক দেরি করে দায়ের করা হয়েছে । তাই এই মুহূর্তে এই বিষয়ে আদালতের তেমন কিছু করার নেই । কারণ, নির্বাচন ইতিমধ্যে হয়ে গিয়েছে । তাই আদালতের নির্দেশে ফলাফল ঘোষণা করা যাবে । তবে গণনার দিন গণনা কেন্দ্রের মধ্যে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে ।

আরও পড়ুন :SSC Recruitment Corraption Case : শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিয়োগ কমিটির উপদেষ্টার সম্পত্তির হিসাব চাইল হাইকোর্ট

ABOUT THE AUTHOR

...view details