পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC : এসএসসির উত্তরপত্রেই ভুল ! চাকরিপ্রার্থীদের নম্বর বাড়ানোর নির্দেশ হাইকোর্টের - 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা

কমিশনকে সঠিক উত্তরদাতাদের নম্বর বাড়ানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আজ বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দেন ৷ 1 নম্বরের জন্য যাঁরা আটকে গিয়েছিলেন সেইসব চাকরিপ্রার্থীরা আদালতের নির্দেশে আশার আলো দেখছেন ৷

SSC
SSC

By

Published : Feb 18, 2022, 11:10 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : ভুলটা ছিল উত্তরপত্রে ৷ স্কুল সার্ভিস কমিশনের সেই ভুলের কারণে নম্বর কাটা গিয়েছিল 2016 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ইতিহাসের শিক্ষক পদের চাকরিপ্রার্থীদের ৷ সেই ভুল স্বীকার করে নিয়েছে কমিশন ৷ তাই কমিশনকে সঠিক উত্তরদাতাদের নম্বর বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আজ বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দেন ৷ 1 নম্বরের জন্য যাঁরা আটকে গিয়েছিলেন সেইসব চাকরিপ্রার্থীরা আদালতের নির্দেশে আশার আলো দেখছেন ৷

2016 সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ভিত্তিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ইতিহাসের শিক্ষক নিয়োগ করা হয় । স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এসএলএসটি পরীক্ষা হয়েছিল সেইবছরের 27 নভেম্বর ৷ পরীক্ষার ফলাফল বেরোয় ডিসেম্বরে ৷ এরপর ইতিহাস বিষয়ে মডেল উত্তরপত্র প্রকাশ করে কমিশন । তাতে দেখা যায় একটি প্রশ্নের উত্তর ভুল রয়েছে । ফলে যাঁরা ওই প্রশ্নে সঠিক উত্তর লিখেছিলেন তাঁদের নম্বর কাটা যায় ৷ বিষয়টি মেনে নিয়ে পরে একটি রিভাইসড উওরপত্র প্রকাশ করেছিল কমিশন । বিষয়টি অনেকের চোখ এড়িয়ে গিয়েছিল ৷ তবে 2021 সালে চাকরিপ্রার্থীরা জানতে পারেন, সঠিক উত্তর দিয়েও শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য তাঁরা এক নম্বর পাননি ৷ বিষয়টিতে কমিশন গুরুত্ব না দেওয়ায় চাকরিপ্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হন ৷

চলতি বছরে মামলাকারীদের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয় । তাঁদের দাবি, স্কুল সার্ভিস কমিশন 1 নম্বর যোগ করলে এবং তা মেধাতালিকায় নথিভুক্ত হলে অনেকেই নিয়োগপত্র পেতে পারেন । কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেই আবেদন গ্রাহ্য করেনি বলে অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন তাঁরা । শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি চলাকালীন মামলাকারীদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সঠিক উত্তর দিয়েছেন চাকরিপ্রার্থীরা । তা সত্ত্বেও নম্বর দেওয়া হয়নি ।

আরও পড়ুন : School Fees : মেটাতে হবে বকেয়া ফি, মার্চ থেকে বেসরকারি স্কুলে পুরো বেতন ; নির্দেশ হাইকোর্টের

অন্যদিকে এসএসসির পক্ষের আইনজীবী সুতনু পাত্র জানান, এসএসসির উত্তরপত্রে ভুল ছিল । তবে সেটা অনিচ্ছাকৃত ভুল । মামলাকারীরা যদি সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে প্রাপ্ত নম্বর অবশ্যই পাবেন । এরপর উত্তর পত্র যাচাই করে মামলাকারীদের জানাতে স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারিকে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা ৷ সঠিক উত্তর দিয়ে থাকলে নম্বর বাড়ানোর নির্দেশ দেন তিনি ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details