পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta High Court: তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণ মামলায় এনআইএ-কে পার্টি করার নির্দেশ আদালতের

গত 23 ফেব্রুয়ারি হাওড়ার (Howrah) আমতায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বোমা বিস্ফোরণ (Amta TMC Party Office Blast) হয় ৷ সেই ঘটনায় জখম হয়ে প্রাণ যায় মহরম আলি নামে এক ব্যক্তির ৷ বুধবার সেই মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA)-কে সংযুক্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷

Calcutta High Court directs to include NIA in Amta TMC Party Office Blast Case
Calcutta High Court: তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণ মামলায় এনআইএ-কে পার্টি করার নির্দেশ আদালতের

By

Published : Sep 12, 2022, 3:22 PM IST

Updated : Sep 12, 2022, 3:59 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: হাওড়ার (Howrah) আমতায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বোমা বিস্ফোরণ সংক্রান্ত মামলায় (Amta TMC Party Office Blast) জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA)-কে সংযুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷

উল্লেখ্য, চলতি বছরের 23 ফেব্রুয়ারি হাওড়ার আমতায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ সেই বিস্ফোরণে গুরুতর জখম হন মহরম আলি নামে এক ব্যক্তি ৷ চিকিৎসার জন্য তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হত ৷ সেখানেই ঘটনার পাঁচদিনের মাথায়, অর্থাৎ গত 28 ফেব্রুয়ারি মৃত্যু হয় মহরমের ৷ এদিকে, ঘটনাচক্রে গত 28 ফেব্রুয়ারিই কড়েয়া থানায় দায়িত্ব নেন নতুন আইসি ৷

আরও পড়ুন:বোমা বিস্ফোরণ-কাণ্ডে হাইকোর্টে আমতা থানার আইসিকে হাজিরার নির্দেশ

মহরমের বাবা সরবত আলির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই সেদিন পার্টি অফিসে বোমা বিস্ফোরণ হয়েছিল ৷ প্রাণ দিয়ে যার খেসারত দিতে হয়েছিল মহরমকে ৷ কিন্তু, এই ঘটনায় পুলিশ প্রথমে কোনও অভিযোগই দায়ের করতে চায়নি ৷ পরে কলকাতা হাইকোর্ট পর্যন্ত বিষয়টি গড়ায় ৷ রুজু হয় মামলা ৷ সেই মামলার শুনানিতে কড়েয়া থানার আইসি-কে হাজিরাও দিতে হয় ৷ কিন্তু, তারপরও তদন্তের কাজ ঠিক মতো এগোচ্ছে না বলে অভিযোগ নিহত মহরমের পরিবারের সদস্যদের ৷

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মহরমের বাবা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে এলাকায় ঢুকতে পারছেন না ৷ তাঁর দাবি, ঘটনার দিন মহরম আলিকে তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তখন বোমা বাঁধা হচ্ছিল ৷ সেই সময়েই বিস্ফোরণে ঘটে ৷ মহরমের পরিবারের সদস্যদের বক্তব্য, পুলিশের তদন্তে তাঁদের এতটুকুও আস্থা নেই ৷ তাই এই ঘটনায় সিবিআই অথবা এনআইএ তদন্তের দাবি জানান তাঁরা ৷ সেই দাবি মেনেই সোমবার কলকাতা হাইকোর্ট সংশ্লিষ্ট মামলায় এনআইএ-কে পার্টি করার নির্দেশ দেয় ৷

Last Updated : Sep 12, 2022, 3:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details