কলকাতা, 15 নভেম্বর :নন্দীগ্রাম মামলায় ওই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তাঁর বক্তব্য লিখিত আকারে পেশ করার জন্য ফের একবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এর জন্য শুভেন্দুকে আগামী 29 নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) হারিয়ে জয়ী হন শুভেন্দু ৷ মমতার অভিযোগ ছিল, কারচুপি করে তাঁকে পরাজিত করেছেন শুভেন্দু ৷ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত ৷ গোটা ঘটনায় শুভেন্দুর অবস্থান ও বক্তব্য কী, আগেও তা নন্দীগ্রামের বিজেপি বিধায়কের কাছে তা জানতে চেয়েছিল আদালত ৷ এর জন্য 15 নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল তাঁকে ৷ কিন্তু, সোমবারও এই মামলায় নিজের বক্তব্য পেশ করেননি শুভেন্দু ৷
আরও পড়ুন :Calcutta High Court : আর জি করের আন্দোলনে নির্দেশ অমান্য হলে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি হাইকোর্টের
এদিন শুভেন্দুর হয়ে আদালতে হাজিরা দেন তাঁর আইনজীবী জয়দীপ কর ৷ তিনি আদালতকে জানান, শুভেন্দুর বক্তব্যের ড্রাফট তৈরি করা হয়ে গিয়েছে ৷ সেটি জমা দেওয়ার জন্য আদালতের কাছ থেকে আরও কিছুটা সময় চেয়ে নেন জয়দীপ ৷ কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এর বিরোধিতা করেন ৷ তিনি বলেন, ‘‘ছ’মাসের মধ্যে নির্বাচন সংক্রান্ত মামলার নিস্পত্তি করতে হয় ৷ কিন্তু, সংশ্লিষ্ট মামলায় শুভেন্দু অধিকারী বারবার বাড়তি সময় চাইছেন ৷ আগেও তিনি বক্তব্য পেশের জন্য সময় চেয়েছিলেন ৷ গত 12 অগাস্ট মামলার শুনানি হয়েছিল ৷ এক্ষেত্রে আদালতের আর তাঁকে সময় দেওয়া উচিত নয় ৷’’ এরপর অবশ্য দু’পক্ষের সম্মতির ভিত্তিতেই বিচারপতি শম্পা সরকার জানান, আগামী 29 নভেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীকে তাঁর বক্তব্য লিখিত আকারে জমা দিতে হবে ৷ মামলার পরবর্তী শুনানি হবে আগামী 1 ডিসেম্বর ৷