কলকাতা, 12 অগস্ট : করোনায় আক্রান্ত হয়ে যে কোভিড যোদ্ধাদের মৃত্যু হচ্ছে, তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ চিকিৎসক তথা সিপিএম নেতা ফুয়াদ হালিমের (Fuad Halim) করা একটি মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত ৷ ফুয়াদের দাবি, রাজ্যের সবাইকে বিনামূল্যে টিকা দিতে হবে ৷ পাশাপাশি, যে করোনা যোদ্ধারা অতিমারির কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন, তাঁদের পরিবারের সদস্যরা আর্থিক ক্ষতিপূরণের দাবি জানালে সেই প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন করা হয়, আদালতকে সেই বিষয়েও হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন :Migrant Labour : করোনা আশীর্বাদ ! পরিযায়ীরা ফিরে যাওয়ায় কর্মসংস্থান স্থানীয়দের
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের (Rajesh Bindal) নেতৃত্বাধীন বেঞ্চে সংশ্লিষ্ট মামলাটির শুনানি চলছে ৷ করোনা টিকার দু’টি ডোজ নেওয়ার পরও অনেকেই কোভিড ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ৷ রাজ্যে সেই সংখ্যাটা ঠিক কত, সেই তথ্য কেন্দ্রীয় সরকারকে জানানোর নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবারের শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অতিরিক্ত সলিসিটর জেনারেলের কাছে জানতে চান, রাজ্যগুলিতে ঠিক কীভাবে করোনার টিকা বণ্টন করা হচ্ছে ৷ তার প্রেক্ষিতে রাজ্য়ের অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে বলেন, ‘‘জনসংখ্যার নিরিখে যদি রাজ্যগুলিকে টিকা দেওয়া হয়, তাহলে সুবিধা হয় ৷’’
আরও পড়ুন :Belur Math : 18 অগস্ট খুলছে বেলুড় মঠ, প্রবেশে লাগবে ভ্যাকসিনের দুটো ডোজ় অথবা করোনা নেগেটিভ রিপোর্ট
এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল জানতে চান, যে সমস্ত করোনা যোদ্ধা একেবারে সামনের সারিতে থেকে পরিস্থিতির মোকাবিলা করছেন, তাঁরা আক্রান্ত হলে বা মারা গেলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রাজ্য কী করেছে ? এর জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, প্রয়োজনীয় নথিপত্র দেখালে রাজ্য সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করছে ৷ তবে আবেদন না করলে ক্ষতিপূরণ মিলছে না ৷ পাশাপাশি, আদালতকে তিনি জানান, এখনও পর্যন্ত রাজ্যে প্রায় 3 কোটি 25 লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে ৷ যার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশ, টিকা নিতে গিয়ে মানুষকে যাতে হয়রান না হতে হয়, তা রাজ্যকেই নিশ্চিত করতে হবে ৷ টিকা সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচার আরও বাড়াতে হবে ৷ আগামী 25 অগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷