কলকাতা, 23 সেপ্টেম্বর :কোন বাধ্যবাধকতা থেকে দক্ষিণ কলকাতার ভবানীপুর (Bhabanipore) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করানো হচ্ছে, নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে তার জবাবদিহি চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ বৃহস্পতিবার ভারতপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল (Rajesh Bindal) এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের (Rajarshi Bharadwaj) ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত জনস্বার্থ মামলাটি (PIL) শুনানির জন্য ওঠে ৷ বেঞ্চের তরফ থেকে সাফ জানানো হয়, শুক্রবারের মধ্যেই এই বিষয়ে আদালতে হলফনামা জমা দিতে হবে নির্বাচন কমিশনকে ৷ কমিশনের যুক্তি ছিল, ভবানীপুর কেন্দ্রে দ্রুত উপনির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে ৷ কীসের ভিত্তিতে এই যুক্তি খাড়া করেছে কমিশন, হলফনামায় তাও জানাতে হবে তাদের ৷
আরও পড়ুন :Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপিকে প্রচারে বাধা, নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারাচ্ছেন শুভেন্দু
এদিনের শুনানিতে মামলাকারীর তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) ৷ তিনি বলেন, ‘‘আদালতে কোনও ইলেকশন পিটিশন বিচারাধীন থাকলে নির্বাচন করা যায় না ৷ পাশাপাশি, ভবানীপুর কেন্দ্রে এখনই নির্বাচনের কোনও প্রয়োজন নেই ৷ কীসের কনস্টিটিউশনাল ক্রাইসিস (সাংবিধানিক সঙ্কট) ওখানে তৈরি হয়েছে ?’’
অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, ভারতীয় সংবিধানের 329 ধারায় বলা আছে, উপনির্বাচনের ক্ষেত্রে এই ধরনের মামলা একেবারেই আদালতের গ্রহণ করা উচিত নয় ৷ এই বিষয়ে সুপ্রিম কোর্টেরও নির্দেশ আছে ৷ এর প্রেক্ষিতে বিচারপতি বিন্দাল বলেন, ‘‘যদি দেখা যায় কোনও দুর্নীতি চলছে, দুর্নীতি থেকে বাঁচতে কোনও জনপ্রতিনিধি যদি নির্বাচন করাতে বাধ্য করান, সেক্ষেত্রে কি আদালত হস্তক্ষেপ করতে পারে না ?’’ নির্বাচন কমিশনের তরফ তখন বলা হয়, ‘‘একবার কোথাও নির্বাচন ঘোষণা হয়ে গেলে তার উপর কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া যায় না ৷ এটি নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার ৷’’ তখন মামলাকারীর তরফে বিকাশরঞ্জন ভট্টাচার্য জানতে চান, ‘‘কিন্তু সাংবিধানিক সঙ্কট রয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়ে কি নির্বাচন কমিশন এইভাবে নির্বাচন করাতে পারে ? নির্বাচন কমিশন কি বলতে পারে, এখানে সাংবিধানিক সঙ্কট রয়েছে ? আইন কি তার অনুমতি দেয় ?’’ এর জবাবে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, ‘‘ছয় মাসের মধ্যে নির্বাচন করার সুযোগ দেওয়াটা নির্বাচন কমিশনের দায়িত্ব ৷’’
আরও পড়ুন :Mamata Banerjee : অতিরিক্ত আত্মবিশ্বাসে গা ছাড়া মনোভাব নয়, মমতা কি শঙ্কায় ? কী বলছেন বিশেষজ্ঞরা
এই সওয়াল জবাব শোনার পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, কোন প্রয়োজনে ভবানীপুর কেন্দ্রে এই মুহূর্তে নির্বাচন করতেই হবে, তা স্পষ্ট করতে হবে নির্বাচন কমিশনকে ৷ শুক্রবারই এই বিষয়ে আদালতে হলফনামা জমা দিতে হবে তাদের ৷