কলকাতা, 23 জানুয়ারি : গতিধারা প্রকল্পে 192 জন রিকশা মালিককে এক লাখ টাকা করে ভর্তুকি দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বেআইনি রিকশা বন্ধ করতে গত বছর রাজ্য সরকার ই-রিকশা মালিকদের ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল ৷ তা বাস্তবায়িত না হওয়ায় আদালতের দ্বারস্থ হন বৈধ রিকশা মালিকরা ৷ তাঁদের আবেদনের ভিত্তিতেই হাইকোর্টের এই নির্দেশ ৷
গত বছর 11 জুলাই রিকশা সংক্রান্ত একটি মামলায় হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল, বেআইনি রিকশা বন্ধ করতে ই-রিকশা মালিকদের 1 লাখ টাকা করে ভর্তুকি দেওয়া হবে ৷ কিন্তু প্রায় ছ’মাস পেরিয়ে গেলেও রাজ্য সরকার তাদের কথা রাখেনি ৷ এদিকে বেআইনি ই-রিকশা বাতিল করতে তৎপর হয়েছে পুলিশ ৷ বিভিন্ন জায়গায় পুলিশি ধরপাকড়ের জেরে রিকশা নিয়ে রাস্তায় বের হতে ভয় পাচ্ছে মালিকরা ৷ রুজি-রুটিতে টান পড়েছে ৷ এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হন 192জন রিকশা মালিক ৷ তাঁদের হয়ে মামলা করেন কণিষ্ক সিনহা নামে এক ব্যক্তি ৷