পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রিকশা মালিকদের 1 লাখ টাকা ভর্তুকি, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

বেআইনি রিকশা বন্ধ করতে গত বছর রাজ্য সরকার ই-রিকশা মালিকদের ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল ৷ তা বাস্তবায়িত না হওয়ায় আদালতের দ্বারস্থ হন বৈধ রিকশা মালিকরা৷ তাদের আবেদনের ভিত্তিতেই হাইকোর্টের এই নির্দেশ ৷

Calcutta High Court directs state government
কলকাতা হাইকোর্ট

By

Published : Jan 23, 2020, 8:51 AM IST

কলকাতা, 23 জানুয়ারি : গতিধারা প্রকল্পে 192 জন রিকশা মালিককে এক লাখ টাকা করে ভর্তুকি দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বেআইনি রিকশা বন্ধ করতে গত বছর রাজ্য সরকার ই-রিকশা মালিকদের ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল ৷ তা বাস্তবায়িত না হওয়ায় আদালতের দ্বারস্থ হন বৈধ রিকশা মালিকরা ৷ তাঁদের আবেদনের ভিত্তিতেই হাইকোর্টের এই নির্দেশ ৷


গত বছর 11 জুলাই রিকশা সংক্রান্ত একটি মামলায় হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল, বেআইনি রিকশা বন্ধ করতে ই-রিকশা মালিকদের 1 লাখ টাকা করে ভর্তুকি দেওয়া হবে ৷ কিন্তু প্রায় ছ’মাস পেরিয়ে গেলেও রাজ্য সরকার তাদের কথা রাখেনি ৷ এদিকে বেআইনি ই-রিকশা বাতিল করতে তৎপর হয়েছে পুলিশ ৷ বিভিন্ন জায়গায় পুলিশি ধরপাকড়ের জেরে রিকশা নিয়ে রাস্তায় বের হতে ভয় পাচ্ছে মালিকরা ৷ রুজি-রুটিতে টান পড়েছে ৷ এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হন 192জন রিকশা মালিক ৷ তাঁদের হয়ে মামলা করেন কণিষ্ক সিনহা নামে এক ব্যক্তি ৷

গতকাল মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকার হলফনামা দিয়ে তাঁদের বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছিল ৷ কিন্তু সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ তা খারিজ করে দেন ৷ আগামী তিন সপ্তাহের মধ্যে মামলাকারী 192জন রিকশা মালিককে এক লাখ টাকা করে ভর্তুকি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ৷ প্রসঙ্গত, যে রিকশা মালিকরা হাইকোর্টে মামলা করেছিলেন, তাঁরা প্রত্যেকেই হাওড়ার বাসিন্দা ৷ তাহলে রাজ্যের বাকি রিকশা মালিকরা কি এই সুবিধা পাবেন না ? উত্তরে কণিষ্ক সিনহা বলেন, "এই রায় সমস্ত মালিকদের জন্যই প্রযোজ্য ৷ আইনি পথে তারাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন৷''

কলকাতা হাইকোর্টে মামলার তথ্য জানতে 'বিচার ঘড়ি' চালু

ABOUT THE AUTHOR

...view details