পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta High Court: প্রাথমিক চাকরিপ্রার্থীদের অবস্থানের মেয়াদ বাড়াতে নারাজ কলকাতা হাইকোর্ট - চাকরি প্রার্থীদের অবস্থানের মেয়াদ

নিয়োগের দাবিতে কলকাতায় গান্ধিমূর্তির পাদদেশে অবস্থানে বসেছিলেন প্রাথমিকের চাকরি প্রার্থীরা (protest of primary teaching candidates) ৷ কিন্তু আর সেই অবস্থানের মেয়াদ বাড়াতে অনুমতি দিতে রাজি নয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

ETV Bharat
Calcutta High Court on primary candidates agitation

By

Published : Oct 13, 2022, 4:51 PM IST

কলকাতা, 13 অক্টোবর: গান্ধিমূর্তির পাদদেশে অবস্থানরত প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের ধরনার মেয়াদ আর বাড়াল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উল্লেখ্য, কলকাতার গান্ধিমূর্তির পাদদেশে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ এতদিন নিয়োগের দাবিতে অবস্থানে বসেছিলেন কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই ৷

কিন্তু ইতিমধ্যেই সেই অবস্থান বিক্ষোভের মেয়াদ শেষ হয়ে গিয়েছে । সেই কারণেই আন্দোলনকারীরা ফের হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন, যাতে তাঁদের অবস্থান বিক্ষোভের মেয়াদ বাড়ানো হয় (Dharna of Primary teaching candidates) ৷ হাইকোর্টের পুজো অবকাশকালীন বেঞ্চে এই আবেদন করা হয়েছিল । কিন্তু বৃহস্পতিবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য তাঁদের আবেদন খারিজ করে দিয়েছেন ।

আরও পড়ুন:প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

2014 সালের প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে 50 জন গান্ধিমূর্তির পাদদেশে ধরনা কর্মসূচি করতে চেয়ে গত মাসে পুলিশের কাছে আবেদন করে ৷ কিন্তু পুলিশ সেই সময় অনুমতি না-দেওয়ায় চাকরি প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হন। 16 সেপ্টেম্বর বিচারপতি রাজাশেখর মান্থা পাঁচদিনের জন্য ওই কর্মসূচি পালনের অনুমতি দিয়েছিলেন (protest of primary teaching candidates)। সেই সময়সীমা 21 সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছে। সে কারণেই ফের নতুন করে এই ধরনা-অবস্থানের কর্মসূচি পালন করার অনুমতি চাওয়া হয়েছিল আন্দোলনকারীদের তরফে ৷ কিন্তু বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য তাতে সম্মতি দেননি ৷ রাজ্যের তরফে আদালতে বলা হয়, ইতিমধ্যে এই একই দাবিতে দু'টি দলে ভাগ হয়ে প্রায় 163 জন ধর্মতলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন (Primary Teacher Recruitment Scam) ।

ABOUT THE AUTHOR

...view details