পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আপাতত স্বস্তিতে বিজেপি, রথযাত্রা স্থগিত রাখার আর্জি খারিজ হাইকোর্টে - বিজেপির রথযাত্রা

হাইকোর্টে স্বস্তি পেল বিজেপি। আগামী দু দিনের জন্য তাদের রথযাত্রা স্থগিত রাখার আর্জি জানানো হয়েছিল। তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

calcutta-high-court-denied-to-give-stay-order-on-bjps-rathyatra
বিজেপির রথযাত্রা স্থগিত রাখার আর্জি খারিজ হাইকোর্টে

By

Published : Feb 9, 2021, 12:08 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি:আপাতত কলকাতা হাইকোর্টে স্বস্তি পেল বিজেপি। আগামী দু'দিনের জন্য বিজেপির রথযাত্রা কর্মসূচি স্থগিতাদেশ রাখার আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি রাজেশ বিনদাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে আজ বিজেপি লিগাল সেলের তরফ এ মহেশ জেঠমালানি বলেন, বিজেপিকে পার্টি করা হয়নি এই মামলায়। পাশাপাশি ইতিমধ্যেই 6 ফেব্রুয়ারি থেকেই পরিবর্তন যাত্রা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের শাসকদলের সাথে যোগসাজশ করে মামলাকারী আইনজীবী এই পরিবর্তন যাত্রা কর্মসূচিরতে বাধা দান করতে চাইছেন। পাশাপাশি তিনি দু'দিনের জন্য মামলা শুনানি স্থগিত রাখার আর্জি জানান।

আরও পড়ুন:বাংলায় রথযাত্রার চূড়ান্ত ছাড়পত্র দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

অন্যদিকে মামলাকারীর তরফের আর্জি জানানো হয় আগামী দু'দিন গোটা দেশের কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে পরিবর্তন যাত্রা কর্মসূচির উপর স্থগিতাদেশ দিক আদালত। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিয়েছে। পরশু দিন মামলাটির শুনানি করা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

ABOUT THE AUTHOR

...view details