কলকাতা, 9 ফেব্রুয়ারি:আপাতত কলকাতা হাইকোর্টে স্বস্তি পেল বিজেপি। আগামী দু'দিনের জন্য বিজেপির রথযাত্রা কর্মসূচি স্থগিতাদেশ রাখার আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি রাজেশ বিনদাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে আজ বিজেপি লিগাল সেলের তরফ এ মহেশ জেঠমালানি বলেন, বিজেপিকে পার্টি করা হয়নি এই মামলায়। পাশাপাশি ইতিমধ্যেই 6 ফেব্রুয়ারি থেকেই পরিবর্তন যাত্রা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের শাসকদলের সাথে যোগসাজশ করে মামলাকারী আইনজীবী এই পরিবর্তন যাত্রা কর্মসূচিরতে বাধা দান করতে চাইছেন। পাশাপাশি তিনি দু'দিনের জন্য মামলা শুনানি স্থগিত রাখার আর্জি জানান।