কলকাতা, 3 মার্চ :শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রুজু করা মানহানি সংক্রান্ত মামলার শুনানির উপর 31 মার্চ পর্যন্ত জারি হল স্থগিতাদেশ ৷ বুধবার এই মামলায় স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ ৷
আরও পড়ুন :শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা অভিষেকের
গত ফেব্রুয়ারিতে রুজু করা ওই মামলায় তৃণমূল সাংসদ অভিষেকের দাবি ছিল, পূর্ব মেদিনীপুরের খেজুরির সভা থেকে তাঁর সম্পর্কে অবমাননাকর মন্তব্য় করেন শুভেন্দু ৷ এরপরই বর্ধমান আদালতে এ নিয়ে মামলা রুজু করেন অভিষেক ৷
আর এখানেই আপত্তি তুলেছেন অভিযুক্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর বক্তব্য় ছিল, মামলার ঘটনাস্থল যেহেতু পূর্ব মেদিনীপুর, তাই ওই জেলাতেই মামলা রুজু করা উচিত ছিল ৷ কিন্তু অভিষেক তা করেননি ৷ এটা নিয়মবিরুদ্ধ বলে দাবি শুভেন্দু ও তাঁর আইনজীবীর ৷ নিজেদের বক্তব্য় জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা ৷
শুভেন্দুর আইনজীবীর বক্তব্য় শোনার পরই অভিষেকের করা মামলার শুনানির উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি ৷ যা জারি থাকবে আগামী 31 মার্চ পর্যন্ত ৷