কলকাতা, 12 অগস্ট: রাজ্য খাদ্য দফতরে (Food and Supply Department) ফুড ইন্সপেক্টর (Food Inspector) নিয়োগে অনিয়ম (Recuitment Scam) সংক্রান্ত মামলায় সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডন (Justice Harish Tandon) ৷ শুক্রবার সংশ্লিষ্ট মামলার শুনানি চলাকালীন তাঁর পর্যবেক্ষণ, রাজ্যের গয়ংগচ্ছ মনোভাবের জন্যই মামলার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না ৷ আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ওই দিনও যদি রাজ্যের তরফে আইনজীবীরা উপস্থিত না থাকেন, তাহলে এক তরফাভাবেই রায় ঘোষণা করতে বাধ্য হবে আদালত ৷ প্রসঙ্গত, এদিন রাজ্যের আইনজীবীরা এজলাসে হাজির না থাকাতেই সমালোচনায় সরব হন বিচারপতি ট্যান্ডন ৷
উল্লেখ্য, বাম জমানায় 2010 সালে রাজ্য খাদ্য দফতরে 614 জন (ফুড ইন্সপেক্টর গ্রেড-3) কর্মীকে নিয়োগ করা হয় ৷ অভিযোগ, এই নিয়োগে কোনওরকম নিয়মের তোয়াক্কাই করা হয়নি ৷ পরবর্তীতে রাজ্য প্রশাসনিক আদালত (State Administrative Tribunal) বা স্যাট (SAT)-এ এই বিষয়ে মামলা রুজু করা হয় ৷ সেই মামলার রায় চাকরিপ্রাপকদের বিরুদ্ধে যায় ৷ ফলে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ কিন্তু, 2016 সালের 10 জুন হাইকোর্ট ফের মামলাটি স্যাট-এ ফেরত পাঠায় ৷
আরও পড়ুন:Siliguri Teacher Recruitment: পাহাড়েও শিক্ষক নিয়োগ দুর্নীতি, নাম জড়াল অনিত থাপার
এরপর গত 8 জুন সংশ্লিষ্ট বিচারক ওই 614 জনেরই নিয়োগ বাতিল করে দেন ৷ একইসঙ্গে, তৎকালীন নির্বাচক বোর্ডের (Selection Board) পাঁচ সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন ৷ তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয় খাদ্য দফতরকে ৷ সমগ্র প্রক্রিয়াটি শেষ করার জন্য মোট আট সপ্তাহ সময় দেওয়া হয় স্য়াট-এর তরফে ৷ স্য়াট-এর বিচারপতি সৌমিত্র পালের বেঞ্চ উল্লেখ করে, সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় প্রহসন করা হয়েছে ৷ এই নিয়োগে স্বজনপোষণ ও পক্ষপাতিত্ব স্পষ্ট ৷