পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

যুবতিকে ধর্ষণের চেষ্টা ও খুন; যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট সংক্রান্ত খবর

বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা ওই যুবতি 2012 সালের 7 জুলাই সকালে তাঁর তুতো ভাইয়ের সঙ্গে টিউশন পড়তে যাচ্ছিলেন ৷ সে সময় এলাকার বাসিন্দা পার্থ মণ্ডল তাঁকে জোর করে টেনে কাছের একটি জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ যুবতিকে ধর্ষণের চেষ্টা করে পার্থ ৷ পরে তাঁকে খুন করে ৷

Calcutta High Court
প্রতীকী ছবি

By

Published : Dec 6, 2019, 6:48 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : বাঁকুড়ার সোনামুখীতে যুবতিকে ধর্ষণের চেষ্টা, খুনের মামলায় নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট । বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় ।

বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা ওই যুবতি 2012 সালের 7 জুলাই সকালে তাঁর তুতো ভাইয়ের সঙ্গে টিউশন পড়তে যাচ্ছিলেন ৷ সে সময় এলাকার বাসিন্দা পার্থ মণ্ডল তাঁকে জোর করে টেনে কাছের একটি জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ যুবতির ভাই বাধা দিলে তাকে মারধর করা হয় ৷ জঙ্গলের মধ্যে ওই যুবতিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে । যুবতি চিৎকার শুরু করলে তাঁকে খুন করে পার্থ ৷ যুবতির ভাই ঘটনাস্থান থেকে কোনওরকমে বাড়ি পৌঁছে সব ঘটনা জানায় ৷ সব শুনে ঘটনাস্থানে আসেন বাড়ির লোকজন ৷ জখম অবস্থায় যুবতিকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে হাসপাতালেই মারা যান ওই যুবতি ৷ ঘটনায় পুলিশের তরফে পার্থর বিরুদ্ধে খুন ও ধর্ষণের মামলা দায়ের করা হয় । কিন্তু, পরে ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় ধর্ষণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধর্ষণ করতে পারেনি সে ৷
এই মামলায় বাঁকুড়া সেশন কোর্ট 2015 সালের 29 ও 30 জুলাই দু'দিন ধরে সাজা ঘোষণা করে । বিচারে অভিযুক্ত পার্থর যাবজ্জীবন সাজা ঘোষণা করে আদালত । এর বিরুদ্ধে কয়েকদিন আগে পার্থ কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল, যাতে তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কমানো হয় । সেই মামলার শুনানিতে আজ হাইকোর্টে তার আইনজীবী পার্থ ভট্টাচার্য বলেন, "এই ঘটনার যাঁরা সাক্ষী ছিলেন তাঁদের বক্তব্যের সঙ্গে ওই বাচ্চা ছেলেটির বক্তব্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে । তাই বিষয়টি আবার খতিয়ে দেখা উচিত ।" রাজ্যের তরফে আইনজীবী সঞ্জয় বর্ধন বলেন, "এই ঘটনায় মূল সাক্ষী যুবতির ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত নিম্ন আদালতে একই কথা জানিয়েছে ৷ তার কথায় কোথাও কোনও অসংগতি পাওয়া যায়নি । পাশাপাশি ওই যুবতিকে যে পার্থ মণ্ডলই খুন করেছিল, সেটা স্পষ্ট । খুনের আগে সে ধর্ষণের চেষ্টাও করে ।" দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে ।

ABOUT THE AUTHOR

...view details