কলকাতা, 26 নভেম্বর :প্রাথমিক টেটে উত্তীর্ণদের সার্টিফিকেট না দিলে আবেদনপত্রের টাকা ফেরানোর ক্ষেত্রে বোর্ডের অবস্থান জানতে চাইল হাইকোর্ট । 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় 1 লক্ষ 30 হাজার পরীক্ষার্থী । তাঁদের মধ্যে 40 হাজার চাকরিপ্রার্থী ইতিমধ্যে বিভিন্ন স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত । বাকি প্রার্থীদের মধ্যে 30 হাজারেরও বেশি চাকরিপ্রার্থীকে এখনও টেট উত্তীর্ণ সার্টিফিকেট প্রদান করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ । তাঁদের অবিলম্বে সার্টিফিকেট প্রদান করা হোক এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কয়েকশো চাকরিপ্রার্থী (Primary Teachers Recruitment case) ।
মামলাকারীদের বক্তব্য, টেট পাস সার্টিফিকেট না থাকার জন্য তাঁরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পাচ্ছেন না । তাঁদের বক্তব্য শোনার পর 2019 সালের এপ্রিল মাসে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এক নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদকে উত্তীর্ণদের শংসাপত্র দিয়ে দেওয়ার নির্দেশ দেন । কিন্তু সেই নির্দেশ মতো এখনও প্রাথমিক শিক্ষা পর্ষদ উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করেনি ।