পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Primary Teacher Recruitment : নিয়োগে দুর্নীতি! 15 হাজার প্রাথমিক শিক্ষকের নামের তালিকা তলব হাইকোর্টের - Primary Teacher Recruitment

রাজ্যে প্রাথমিকের নিয়োগে ফের দুর্নীতির অভিযোগ সামনে এল ৷ সেই মামলাতেই 2017 সালে নিয়োগ হওয়া প্রায় 15 হাজারের বেশি শিক্ষকের নামের তালিকা তলব করা হয়েছে ৷ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই তালিকা চেয়ে পাঠিয়েছেন ৷

15 হাজার প্রাথমিক শিক্ষকের নামের তালিকা তলব হাইকোর্টের
15 হাজার প্রাথমিক শিক্ষকের নামের তালিকা তলব হাইকোর্টের

By

Published : Sep 9, 2021, 12:56 PM IST

Updated : Sep 9, 2021, 2:11 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : প্রাথমিক শিক্ষক নিয়োগে আবার সামনে এল দুর্নীতি ৷ সেই প্রেক্ষিতে 2017 সালে নিয়োগ হওয়া 15 হাজারের বেশি শিক্ষকের নামের তালিকা চেয়ে পাঠানো হল ৷ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই তালিকা চেয়ে পাঠিয়েছেন ।

2014 সালের প্রাথমিক টেট অনুযায়ী 2017 সালে প্রায় 15 হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ । কিন্তু সেই নিয়োগে দেখা যায় একাধিক প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই নিয়োগ করা হয়েছে । শুধু উত্তর দিনাজপুরেই এমন 13 জনের খোঁজ পাওয়া গিয়েছে যাঁরা টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন । এর বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের মামলা দায়ের হয় ৷ বিচারপতি বিষয়টির মধ্যে বড় দুর্নীতির ইঙ্গিত পেয়ে বৃহত্তর স্বার্থে মামলাটি জনস্বার্থ হিসাবে বিবেচনা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন ।

আরও পড়ুন : Primary Teacher Recruitment : পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে নিয়মভঙ্গ, রিপোর্ট তলব আদালতের

এরপরই এদিন ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল 15 হাজার নিযুক্ত শিক্ষকের তালিকা 22 সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা করার নির্দেশ দিয়েছেন । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, সংসদ নিজে না পারলে আদালত সেই তালিকা থেকে কাদের অন্যায় ভাবে নিযুক্ত করা হয়েছে তা খুঁজে বের করবে । স্বাভাবিক ভাবেই 2014 সালের টেট পরীক্ষা অনুযায়ী যাঁদের নিযুক্ত করা হয়েছিল তাতে বড়সড় দুর্নীতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন আইনজীবীরা ৷

আরও পড়ুন : Calcutta High Court : গাফিলতি, দক্ষিণ দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদের দুই আধিকারিকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

Last Updated : Sep 9, 2021, 2:11 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details