কলকাতা, 1 ডিসেম্বর : রাজ্যের বাকি পৌরসভাগুলিতে কবে ভোট করাতে পারবে রাজ্য নির্বাচন কমিশন এবং কত দফায় ? কমিশনের কাছে মৌখিকভাবে জানতে চাইল কলকাতা হাইকোর্ট (WB Municipal election) ৷ প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের হাতে যে পরিমাণ ইভিএম রয়েছে ৷ তাতে রাজ্যে মোট 112টি পৌরসভায় একসঙ্গে ভোট করানো সম্ভব নয় ৷ আজ আদালতে সেটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (EC on Remaining Municipality Vote) ৷
কমিশন আজ আদালতে জানিয়েছে, তাদের হাতে এই মুহূর্তে 15 হাজারের কিছু বেশি ইভিএম রয়েছে ৷ এই পরিমাণ ইভিএম দিয়ে 112টি পৌরসভায় একসঙ্গে নির্বাচন করানো সম্ভব নয় বলে জানায় কমিশন ৷ সব পৌরসভায় একসঙ্গে ভোট করাতে 30 হাজারের বেশি ইভিএম লাগবে বলে আদালতে জানিয়েছেন কমিশনের আইনজীবী ৷ কমিশনের এবং অন্যান্য সব পক্ষের বক্তব্য শোনার পর, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে নির্দেশ দিয়েছে, নির্বাচন করানো নিয়ে কমিশনকে তাদের পূর্ণাঙ্গ পরিকল্পনা আগামী সোমবারের মধ্যে আদালতকে জানাতে হবে ৷ আগামিকাল এ নিয়ে লিখিত নির্দেশ দেবে আদালত ৷
অন্যদিকে, বিজেপির তরফে আইনজীবী পিঙ্কি আনন্দ আজ আদালতে জানিয়েছেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনের আদালতে প্রতিশ্রুতি দেওয়ার পরেও, সব পৌরসভায় একসঙ্গে ভোট না করিয়ে শুধুমাত্র কলকাতা পৌরনিগমে ভোটের বিজ্ঞপ্তি জারি করা সংবিধান বিরোধী ৷ এখানে রাজ্য নির্বাচন কমিশন পক্ষপাত মূলক আচরণ করছে ৷ সংবিধান অনুযায়ী, রাজ্য নির্বাচন কমিশন চলবে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে ৷ কিন্তু, এখানে দেখা যাচ্ছে রাজ্যের নির্দেশে চলছে রাজ্য নির্বাচন কমিশন ৷’’
অন্যদিকে, হাওড়া জেলা সিপিআইএম’র তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা এই মুহূর্তে 19 ডিসেম্বরের ভোটের বিজ্ঞপ্তির উপর কোনও স্থগিতাদেশ চাইছি না ৷ আমরা চাইছি বাকি সব পৌরসভায় একসঙ্গে নিরপেক্ষভাবে ভোট হোক ৷’’