কলকাতা, 22 জুলাই:রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Hari Krishna Dwivedi) ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (CS to appear before HC)। 29 জুলাই ব্যক্তিগত ভাবে তাঁকে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণা রাও-এর ডিভিশন বেঞ্চ ।
সুভাষ সাহা-সহ তিন জনের জমি নিয়ে কাটোয়াতে একটি জেটিঘাট তৈরি হয়েছিল । তাঁদের দাবি, জমি নিলেও তাঁদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি । বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা । 2019 সালে বিচারপতি হরিশ ট্যান্ডনের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, আবেদনকারীদের ক্ষতিপূরণ দিতে হবে প্রশাসনকে ।
আরও পড়ুন:শিক্ষক-শিক্ষিকার বদলিতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণা রাও-এর ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার । মামলার দীর্ঘ শুনানি চলাকালে ডিভিশন বেঞ্চ বারবার রাজ্যকে নির্দেশ দেয়, বর্তমান বাজারদর অনুযায়ী তিনজনকে মোট 90 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার । আদালত বারবার বলা সত্বেও সেই ক্ষতিপূরণ না দেওয়ায় আজ ডিভিশন বেঞ্চের নির্দেশ, 29 জুলাই রাজ্যের মুখ্যসচিবকে হাইকোর্টে ব্যক্তিগত ভাবে হাজিরা দিতে হবে ৷ তাঁকে জানাতে হবে, আদালত বারবার বলা সত্ত্বেও কেন ক্ষতিপূরণ দেওয়া হয়নি (Calcutta High Court asks Chief Secretary to appear)।