কলকাতা, 1 ফেব্রুয়ারি:রাজ্যের সমস্ত অবৈধ টোটো ও ই-রিক্সা অবিলম্বে বন্ধ করতে রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে, 22 ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্টকে তা জানানোর নির্দেশ দেওয়া হল (HC About Illegal Toto and E- Rickshaw)। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চ রাজ্যের পরিবহণ দফতরের সচিবকে এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, এর আগে 2018 সালের 17 অগাস্ট প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছিল, পরবর্তী তিন মাসের মধ্যে লাইসেন্সহীন রাজ্যের সমস্ত টোটো ও ই-রিক্সা বন্ধ করতে হবে। এরপর 2019 সালে প্রাক্তন প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণান একই নির্দেশ দিয়েছিলেন। তারপরও, রাজ্যে বেআইনি টোটো ও ই-রিক্সার দৌরাত্ম্য কমেনি বলে অভিযোগ মামলাকারীর।
আরও পড়ুন: পৌরভোট পিছনো নিয়ে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে পরিবহণ দফতরের সচিবকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যে 5 লক্ষাধিক টোটো, ই-রিক্সা চলে বলে আনুমানিক হিসেব মামলাকারীদের। দীর্ঘ 5-7 বছর ধরে কলকাতা হাইকোর্টে এই বেআইনি টোটো, ই-রিক্সা বন্ধ করার দাবিতে মামলা চলছে। কলকাতা হাইকোর্ট একাধিকবার লাইসেন্সহীন টোটো, ই-রিক্সা বন্ধ করার নির্দেশ দিয়েছে। বারবার রাজ্যের তরফে একই যুক্তি দেখানো হয়েছে যে, হঠাৎ করে টোটো ও ই-রিক্সা বন্ধ করতে গেলে তার একটা গভীর আর্থ সামাজিক প্রভাব তৈরি হবে। টোটো, রিক্সা চালানোর সঙ্গে সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি যুক্ত। তাদের রুটি-রুজিও এর সঙ্গে জড়িত। সেই কারণে একাধিকবার রাজ্যের তরফে এই বিষয়টি বিবেচনা করার সময় চাওয়া হয়েছে আদালতে। মামলাকারীদের যুক্তি, রাজ্য সরকার এইভাবে কোনও দৃঢ় পদক্ষেপ বছরের পর বছর নিতে পারেনি। অন্যদিকে বেআইনি টোটো ও ই-রিক্সার দৌরাত্ম্য প্রতিনিয়ত বেড়েই চলেছে রাজ্যে।