কলকাতা, 8 সেপ্টেম্বর: সারদা চিটফান্ড মামলায় (Saradha Chit Fund Scam) সাজাপ্রাপ্ত দেবযানী মুখোপাধ্যায়কে (Debjani Mukherjee) ভয় দেখাচ্ছে রাজ্য পুলিশের (West Bengal Police) গোয়েন্দা বিভাগ ৷ সারদা মামলায় রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) নাম জড়িয়ে দেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে ৷ এমনটাই অভিযোগ করেছেন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায় (Sharbari Mukherjee) ৷ এই প্রেক্ষাপটে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন শুভেন্দু স্বয়ং ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অনুমতি সাপেক্ষে মামলা রুজু করার পথে হাঁটলেন তাঁর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ৷
কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই এই ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী ৷ তাঁর বক্তব্য, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷ আর সেক্ষেত্রে হাতিয়ার করা হচ্ছে জেলবন্দি দেবযানীকে ৷ এতে শুভেন্দুর বিপদ বাড়তে পারে ৷ সেই আশংকায় আগেভাগেই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ আইনজীবী মারফত রাজ্য়ের বিরোধী দলনেতার বক্তব্য জানার পর মামলা রুজু করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷