কলকাতা, 14 মার্চ: ছাত্রনেতা আনিশ খান মৃত্যু মামলায় রাজ্যের প্রাথমিক রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট। তাই, একমাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (HC On Anish Khan Case)। গত শুক্রবার রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টে কিছুই নেই বলে আজ উল্লেখ করেন আনিশের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্রাচার্য। তিনি বলেন, "শুধু আদালতের নির্দেশ মত কী হয়েছে সেটা বলা আছে। ঘটনায় কারা জড়িত তাদের নাম নেই।"
রাজ্যের তরফে আইনজীবী আমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত তদন্ত এগোনো যাচ্ছে না ।" রাজ্যের অ্যাডভোকেট সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "সিট ভালই তদন্ত করবে ৷"