কলকাতা, 1 মার্চ :কাঁথি পৌরসভার ভোট গণনা স্থগিত রাখতে বিজেপির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Rejects plea to issue stay on Contai Municipality Election 2022) । তবে আদালতের স্পষ্ট নির্দেশ, কাঁথি পৌরভোটের ফলাফল এই মামলার ভবিষ্যতের উপর নির্ভর করবে (Cal HC Says Contai Municipality Election Result depends on the case filed in court) । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ।
কাঁথি পৌরনির্বাচনে ভোট লুট, সন্ত্রাস ও বুথ দখলের যে অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে নির্বাচন কমিশন ও রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । পাশাপাশি সেখানে ভোটের সময়ের সমস্ত সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে । 7 মার্চ কমিশনকে ও রাজ্যকে হলফনামা দিতে হবে । তারপর তার পালটা কিছু বক্তব্য থাকলে জানাবে বিজেপিও । 11 মার্চ ফের শুনানি এই মামলার ।
কাঁথি পৌরভোট বাতিলের দাবিতে গতকাল হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন সৌমেন্দু অধিকারী । তাঁর তরফে আইনজীবী আজ আদালতে বলেন, ‘‘কাঁথি পৌরসভায় যে ভোট হয়েছে, তার সমস্ত সিসিটিভি হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন ফরেনসিক টেস্ট করানোর ব্যবস্থা করুক । অথবা সিবিআইকে দিয়েও সেই কাজ করা হোক । কাঁথি পৌরসভায় 97টি সিসিটিভির মধ্যে 91টি ভেঙে দেওয়া হয়েছে ।’’
আদালতে তাঁর আইনজীবী আরও বলেন, ‘‘অখিল গিরি ও তাঁর ছেলে ব্যাপক সন্ত্রাস, বুথ দখল করে ভোট লুট করেছে । পুলিশের উপস্থিতিতেই তা হয়েছে । পুলিশ সাধারণ দর্শক ছিল । সাধারণ মানুষ ভোট দিতে না পেরে পুলিশের সহযোগিতা চাইলেও পুলিশ সহযোগিতা করেনি । কোনও নিরপেক্ষ সংস্থা দিয়ে সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক ।"