কলকাতা , 22 ফেব্রুয়ারি: মিনিবাস ও বেসরকারি বাসে অতিরিক্ত ভাড়া (fare of bus and minibus) নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পরিবহণ দফতরের সচিবকে হলফনামা দিয়ে জানাতে হবে বাসে ভাড়া নেওয়ার ক্ষেত্রে কী নিয়ম রয়েছে । নির্দিষ্ট কোনও তালিকা মেনে, না কি যেমন খুশি ভাড়া নেওয়া হচ্ছে তা জানাতে বলেছে আদালত ।
ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর ফের বাস চলাচল শুরু হলেও, রাজ্যের বেসরকারি বাসগুলির জন্য কোনও সুনির্দিষ্ট ভাড়া নীতি নেই । অনেক ক্ষেত্রে কোনও কোনও রুটে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে । 2018 সালের পরিবহণ আইন মানা হচ্ছে না । এই রকম একাধিক অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী প্রত্যুষ পাটোয়ারি । আদালতের কাছে তিনি আর্জি জানান, ভাড়া নিয়ে হাইকোর্টে যেন নিজেদের পরিকল্পনা জানায় পরিবহণ দফতর । এখন বাসে কোনও ভাড়ার তালিকা নেই । ফলে হয়রানির স্বীকার হতে হচ্ছে যাত্রীদের ।