পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ময়দান চত্বর রক্ষণাবেক্ষণ-কমিটি গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের

আদালতের নির্দেশ এই সময় প্রচুর লোকজনের আনাগোনা হয় ময়দান চত্বরে। তাই বেশি করে ময়লা ফেলার পাত্র রাখতে হবে। যাতে ময়লা বাইরে না ফেলা হয়। মামলার শুনানিতে রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, পূর্ত দপ্তর রক্ষণাবেক্ষণের কাজ করলেও সেনার লোকজন বাধা সৃষ্টি করে। আদালতের নির্দেশ, সেনার ও পূর্ত দপ্তরের লোকজনের কাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা তৈরি করতে হবে।

calcutta hc orders to set up a committee to maintain maidan of kolkata
ময়দান চত্বর রক্ষণাবেক্ষণে কমিটি গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের

By

Published : Dec 24, 2020, 7:34 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর : ময়দান চত্বর রক্ষণাবেক্ষণে কমিটি গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও দু'জন সিনিয়র সেনা অফিসারের তত্ত্বাবধানে কমিটি গঠনের নির্দেশ আদালতের। আগামী দু-তিন দিনের মধ্যে ময়দান চত্বর কীভাবে জঞ্জালমুক্ত রাখা হবে এবং রক্ষণাবেক্ষণ করা হবে সেই ব্যাপারে পরিকল্পনা তৈরি করার নির্দেশ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের।

আদালতের নির্দেশ এই সময় প্রচুর লোকজনের আনাগোনা হয় ময়দান চত্বরে। তাই বেশি করে ময়লা ফেলার পাত্র রাখতে হবে। যাতে ময়লা বাইরে না ফেলা হয়। মামলার শুনানিতে রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, পূর্ত দপ্তর রক্ষণাবেক্ষণের কাজ করলেও সেনার লোকজন পূর্ত দপ্তরের কাজে বাধা সৃষ্টি করে। আদালতের নির্দেশ, সেনার ও পূর্ত দপ্তরের লোকজনের কাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা তৈরি করতে হবে।

এজি জানান, ময়দান চত্বরে যত্রতত্র গাড়ি যাতে পার্কিং করা না হয় তার জন্য পুলিশ বাসের ব্যারিকেড তৈরি করে দিয়েছে। বিচারপতি এতে সন্তোষ প্রকাশ করেন। কিন্তু আদালতের বক্তব্য, এই সময় বিপুল সংখ্যক লোকজন গ্রামাঞ্চল থেকে আসেন। তারা যাতে পরিবেশের কোনও ক্ষতি না করে, পুলিশ প্রশাসনকে সেটা লক্ষ্য রাখতে হবে।

আরও পড়ুন:দাবি পূরণে ফের রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি পৌর স্বাস্থ্যকর্মীদের

কলকাতার প্রাণ গড়ের মাঠের সবুজ ধ্বংস করা হচ্ছে । বেআইনি পার্কিং, আবর্জনার স্তূপ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে 21 ডিসেম্বর। ময়দানের চারদিকে এবং মাঠের মধ্যে যেভাবে বেআইনি পার্কিং করা হয়, রাস্তাজুড়ে গাড়ি দাঁড়িয়ে থাকে, তা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে। আজ সেনা ,রাজ্য-সহ সব পক্ষকে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন।

ABOUT THE AUTHOR

...view details