কলকাতা, 12 অক্টোবর: মোমিনপুর ও একবালপুর এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ সংক্রান্ত মামলায় (Ekbalpur Mominpur Case) বেলা 2টোর মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি জয়মাল্য বাগচী এ দিন কলকাতার পুলিশ কমিশনারকে ভর্ৎসনা করে বলেন, এলাকা থেকে যে বিস্ফোরক উদ্ধার হয়েছে, রাজ্য পুলিশ সে ব্যাপারে কী তদন্ত করেছে বা অন্যান্য কী ব্যবস্থা গ্রহণ করেছে তা জানাতে হবে আদালতকে ।
এ দিন শুনানির সময় পিটিশনারের আইনজীবী সুস্মিতা সাহা দত্ত বলেন, 8 তারিখ থেকে ঝামেলা শুরু হয়েছে । বস্তিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে । অপর পিটিশনার নবেন্দু বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী বলেন, রেড রোডে বিরাট আয়োজন করা হল কার্নিভালের । তারই ঢিল ছোড়া দুরত্বে তিনটি জায়গায় এই পরিস্থিতি হল । পুলিশ কিছু করতে পারল না ? যদি রাজ্য পুলিশ ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ করা উচিত । বিদ্যুৎ পরিষেবা বন্ধ করা হয়েছে । সে জন্য ক্ষতিপুরণের ব্যবস্থা করা হোক । আদালত স্বতঃস্ফূর্ত ভাবে মামলাটি গ্রহণ করুক । সিসিটিভি লাগানো হোক থানার সামনে । সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু করা হোক । পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ।