কলকাতা, 28 জুন: 2016 সালের নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল থাকার অভিযোগ উঠেছিল ৷ সেই মামলায় অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Calcutta HC Orders on SSC Nine to Twelve Teachers Recruitment Exam Case) ৷ অভিযোগ সত্যি হলে, উত্তরপত্র খতিয়ে দেখে স্কুল সার্ভিস কমিশনকে নম্বর বাড়ানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (HC on SSC Exam Error)৷
2016-র নবম থেকে দ্বাদশের নিয়োগ পরীক্ষায় মোট পাঁচটি প্রশ্ন ভুল ছিল এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন চাকরিপ্রার্থীরা ৷ আদালতে তাঁদের করা মামলায় উল্লেখ করা হয়েছে, নবম ও দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্ন নম্বর 6 ও 40 এবং একাদশ-দ্বাদশে 11, 12 ও 23 নম্বর প্রশ্ন ভুল ছিল ৷ যাঁরা ওই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন, সম্প্রতি তেমন 24 জন চাকরিপ্রার্থী বাড়তি নম্বর দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ৷ তাঁদের যুক্তি সেই ভুল প্রশ্নগুলির নম্বর যোগ হলে, মেধাতালিকায় তাঁদের উন্নতি হবে ৷