কলকাতা, 2 সেপ্টেম্বর:কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে (Contai Municipality chairman) 5 সেপ্টেম্বর ফের সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Order)। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আজ এই নির্দেশ দিয়েছেন । আদালতের নির্দেশ মতো কাজ না করায় ফের কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ দেওয়া হল ।
আদালত অবমাননার জন্য, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে 1 লক্ষ টাকা নিজের পকেট থেকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সব্যসাচী ভট্রাচার্য । 1 তারিখের মধ্যে সেই টাকা নিজের পকেট থেকে দেওয়ার নির্দেশ থাকলেও, সেই নির্দেশ অমান্য করে পৌরসভার ফান্ড থেকে টাকা দিয়েছেন সুবল মান্না, এমনই অভিযোগ জানান মামলাকারী ।
উল্লেখ্য, কাঁথিতে বৈশাখী মেলার জন্য একটি সংগঠন আবেদন জানালে প্রভাত কুমার কলেজের তরফ থেকে অনুমতি দেওয়া হলেও, অনুমতি দেয়নি কাঁথি পৌরসভা । পৌরসভার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় হাইকোর্টে । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পৌরসভাকে মেলার অনুমতি দেওয়ার নির্দেশ দেন ।
তারপরেও পৌরসভা অনুমতি না দিলে দায়ের হয় আদালত অবমাননার মামলা ।
আরও পড়ুন:ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত বহাল
এর আগে আদালতের নির্দেশ না মানায় কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে এক লক্ষ টাকা জরিমানা করে হাইকোর্ট । তিন দিনের মধ্যে ওই টাকা তিনি নিজের পকেট থেকে মামলাকারীকে দেবেন, না হলে 2 সেপ্টেম্বর শুনানিতে এজলাস থেকেই তাঁকে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য । এ দিন সুবল মান্নার হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি হাজির হননি । তারপরই ওই নির্দেশ দেন বিচারপতি ।