পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta HC উলুবেড়িয়ার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে রাজ্য ভিজিলেন্স কমিশনকে তদন্তের নির্দেশ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

প্রাক্তন স্কুল শিক্ষিকার বকেয়া বেতন না মেটানোর ঘটনায় উলুবেড়িয়ার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে রাজ্য ভিজিলেন্স কমিশনকে (State Vigilance Commission) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Investigation Against ADI of Uluberia) ৷ 29 অগস্টের মধ্যে সেই রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

Investigation Against ADI of Uluberia
Investigation Against ADI of Uluberia

By

Published : Aug 22, 2022, 7:21 PM IST

কলকাতা, 22 অগস্ট: উলুবেড়িয়ার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক বনমালি জানার আয় নিয়ে রাজ্য ভিজিলেন্স কমিশনকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Investigation Against ADI of Uluberia) ৷ পাশাপাশি, বনমালি জানাকে সম্পত্তির হিসাব হলফনামার আকারে 29 অগস্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

জানা গিয়েছে, হাওড়ার শ্যামপুরের একটি বিদ্যালয়ে শিক্ষিকা ছিলেন শ্যামলী ঘোষ ৷ বর্তমানে তাঁর বয়স 80 বছর ৷ অভিযোগ 1986 সালে তিনি অবসর নিয়েছিলেন ৷ কিন্তু, একটি নির্দিষ্ট সময়ের বকেয়া বেতনের অর্থ তিনি পাননি বলে অভিযোগ ওঠে ৷ এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শ্যামলী দেবী ৷ হাইকোর্টের নির্দেশ দিয়েছিল বকেয়া 41 লক্ষ 37 হাজার 926 টাকা মিটিয়ে দিতে হবে শ্যামলী দেবীকে ৷ এই নির্দেশের পর শিক্ষা দফতর থেকে সেই অর্থ অনুমোদন করা হয় ৷

কিন্তু, অভিযোগ উঠেছে বনমালি জানা আয়করের অজুহাতে শ্যামলী ঘোষকে পুরো টাকা দেননি ৷ এ নিয়ে আদালত বনমালি জানাকে নির্দেশ দেয়, শ্যামলী ঘোষের কত টাকা কর হিসাবে কাটা হয়েছে, তা ব্যাংকের তথ্য-সহ হলফনামা আকারে দিতে হবে ৷ কিন্তু, সেই হলফনামায় তিনি আয়করের বিষয়টি উল্লেখ করেননি ৷ যার পরে আদালত তাঁকে এ নিয়ে প্রশ্ন করলে, কোনও জবাব বনমালি জানা দিতে পারেননি ৷

আরও পড়ুন:শাসক দলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি কীভাবে বাড়ছে, মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

আদালত জানায়, একজন প্রবীণ নাগরিককে মানসিকভাবে নির্যাতন করছেন ৷ এতে বনমালি জানার অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা, সেনিয়েও প্রশ্ন তোল আদালত ৷ তার পরেই আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে জানান, উলুবেড়িয়ার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক বনমালি জানার বিরুদ্ধে আয় সংক্রান্ত বিষয়ে রাজ্য ভিজিলেন্স কমিশন (State Vigilance Commission) তদন্ত করবে ৷ 29 অগস্ট মুখ বন্ধ খামে তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

ABOUT THE AUTHOR

...view details