কলকাতা, 4 জুলাই: নেতাই গণহত্যায় মূল অভিযুক্ত সিপিআইএম নেতা রথীন দণ্ডপাটের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Dismiss Bail Appeal of Netai Mass Killing Accused Rathin Dandapat) ৷ তবে, ওই একই মামলায় অন্য দুই অভিযুক্ত পিন্টু রায় ও গণ্ডিবন রায়ের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত ৷ দীর্ঘ 11 বছর 3 মাস নেতাই গণহত্যা মামলায় জেলে রয়েছে এই দুই অভিযুক্ত ৷ সিবিআই এই দু’জনকে নেতাই গণহত্যা মামলার চার্জশিটে বন্দুকবাজ বলে উল্লেখ করেছে ৷
তাঁদের আইনজীবী রণদেব সেনগুপ্তর দাবি, এই ঘটনায় 115 জন সাক্ষীর মধ্যে মাত্র 26 জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে ৷ তাঁরা কেউ টিআই প্যারেডে ধৃতদের চিহ্নিত করতে পারেননি ৷ এর পরেই আদালত 50 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ধৃতদের শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ৷ অবশ্য রথীন দণ্ডপাটের বিরুদ্ধে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্যপ্রমাণ থাকায় তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতিরা ৷