পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

HC on Partha: পার্থকে সোমবার সকালেই ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের - HC directs to take Partha Chatterjee to bhubaneswar

অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতাল থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি ৷ সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বরে পৌঁছবেন তৃণমূলের মহাসচিব ৷ সঙ্গে থাকবেন এসএসকেএম হাসপাতালের ডাক্তার ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী (Partha Chatterjee will be taken to Bhubaneswar AIIMS)।

HC on Partha
পার্থকে সোমবার সকালেই ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

By

Published : Jul 24, 2022, 10:22 PM IST

কলকাতা, 24 জুলাই: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার সকালেই ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতাল থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি (HC directs to take Partha Chatterjee to bhubaneswar ) ৷ সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বরে পৌঁছবেন তৃণমূলের মহাসচিব ৷ সঙ্গে থাকবেন এসএসকেএম হাসপাতালের ডাক্তার ও পার্থ চট্রোপাধ্যায়ের আইনজীবী। ভুবনেশ্বর এইমসে পার্থর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করে বেলা 3টের মধ্যে রিপোর্ট দিতে হবে তদন্তকারী অফিসারকে ৷ হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন পার্থর আইনজীবী ।

আরও পড়ুন: সারাদিনেও মেডিক্যাল বোর্ডের কোনও সদস্যের দেখা পেলেন 'অসুস্থ' পার্থ

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ও এসএসকেএমে'র হাসপাতালের চিকিৎসককেও রিপোর্ট দিতে হবে ৷ তদন্তকারী অফিসার সেই রিপোর্ট পাঠাবেন ব্যাঙ্কশাল আদালতের বিচারককে । এই আদালতেই চলছে মামলাটি ৷ রিপোর্ট পেয়ে কাল বিকেল 4টের সময় ব্যাঙ্কশাল আদালতেই মামলার শুনানি হবে । তখন পার্থ যাতে ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন সেটা সুনিশ্চিত করবেন তদন্তকারী অফিসাররা । কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী এই নির্দেশ দিয়েছেন ।

নির্দেশ দিতে গিয়ে বেশ কিছু কড়া মন্তব্যও করেন বিচারপতি ৷ তিনি জানান, যখনই রাজনৈতিক প্রভাবশালীদের এই ধরনের তদন্তের মুখোমুখি হওয়ার প্রয়োজন পড়ছে বা তাঁদের ডাকা হচ্ছে, তখনই প্রভাবশালীরা রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে গিয়ে আশ্রয় নিচ্ছেন। এটা অত্যন্ত দূর্ভাগ্যপূর্ণ বিষয় । এটা চলতে থাকলে রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ে যারা যোগ্যতা থাকার সত্তেও টাকার লেনদেনের কারনে সুযোগ পাননি । তাঁদের প্রতি সুবিচার করা হবে না।

For All Latest Updates

TAGGED:

HC on Partha

ABOUT THE AUTHOR

...view details